
Crime News: মিন্টো পার্ক এলাকা থেকে পরিচালিত একটি ডেটিং অ্যাপ চক্রের পর্দাফাঁস করেছে কলকাতা পুলিশের। এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৬ জন মহিলা রয়েছে। এই চক্রের সদস্যরা এক ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সঙ্গ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিত।
তল্লাশির সময় প্রাপ্ত একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত অভিযুক্তদের আগামীকাল মাননীয় আদালতে পেশ করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মালদহের কালিয়াচকে জালালপুর ডাঙ্গা এলাকায় বিধ্বংসী আগুন। পরপর তিনটি প্লাস্টিক গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। গভীর রাতে আগুন লাগে। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। রাত থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল। এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। জাতীয় সড়কে কিলোমিটার দীর্ঘ যানজট।
বিভিন্ন ভাঙাচোরা প্লাস্টিকজাত সামগ্রী জেলার বিভিন্ন এলাকা থেকে মজুত করা হয় এইসব প্লাস্টিক কারখানায়। এইসব প্লাস্টিক সামগ্রী কুচি করে পুনরায় প্লাস্টিক জাত নতুন সামগ্রী তৈরীর জন্য তা পাঠানো হয় বিভিন্ন রাজ্যে। স্থানীয়রা জানান, রাত একটা নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এরপরে দ্রুত তা বিস্তীর্ণ এলাকায় জুড়ে ছড়িয়ে পড়ে। রাত দু'টোর পর দমকলের একের পর এক ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে কালিয়াচক থানার বিশাল পুলিশ ।
কালিয়াচক থানার জালালপুর ডাঙ্গা এলাকায় এলাকায় জাতীয় সড়কের ধারে রয়েছে একাধিক প্লাস্টিক গুদাম। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি কালিয়াচকে দীর্ঘদিন ধরে দমকলের দাবি জানানো হলেও কালিয়াচক এ এলাকায় এখনো কোনো দমকল না থাকার কারণে এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।