মমতার নতুন প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান', ৮ হাজার কোটির প্রকল্প সম্পর্ক রইল সব তথ্য

Published : Jul 22, 2025, 08:16 PM ISTUpdated : Jul 22, 2025, 09:49 PM IST

নতুন সরকারি প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান'। এই প্রকল্প কিন্তু অনেকটা দুয়ারে সরকার প্রকল্পের মতই। যদিও মমতা জানিয়েছেন 'আমাদের পাড়া আমাদের সমাধান' ও 'দুয়ারে সরকার' দুটি প্রকল্পই পাশাপাশি চলবে। 

PREV
110

২১ জুলাই-এর সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নতুন কোনও প্রকল্পের কথা ঘোষণা করেননি।

210

২১ জুলাইয়ের মাত্র এক দিন পর থেকেই নবান্ন থেকে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

310

নতুন সরকারি প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান'। এই প্রকল্প কিন্তু অনেকটা দুয়ারে সরকার প্রকল্পের মতই। যদিও মমতা জানিয়েছেন 'আমাদের পাড়া আমাদের সমাধান' ও 'দুয়ারে সরকার' দুটি প্রকল্পই পাশাপাশি চলবে।

410

আমাদের পাড়া আমাদের সমাধান- এই প্রকল্পের মাধ্যেমে এলাকার ছোটখাট বিষয়গুলি সমাধান করা হবে। পাড়ায় জলের কল, বিদ্যুতের খুঁটি বসানোর মত কাজগুলি সহজে করা হবে। জানিয়েছেন মমতা।

510

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনটি বুথ মিলিয়ে একটি ইউনিট গঠন করা হবে। প্রতিটি ইউনিটে একদিন করে থাকবেন সরকারি দফতরের কর্তারা।

610

প্রতিটি বুথের জন্যই বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। মোট খরচ হবে ৮ হাজার কোটি টাকারও বেশি। ২ অগস্ট থেকেই নতুন প্রকল্প শুরু হবে বলেও জানিয়েছেন মমতা।

710

একাধিক দফতরের প্রতিনিধিরা থাকবেন শিবিরে । স্থায়ীভাবে বসার জায়গা তৈরি করা হবে, যেখানে স্থানীয় মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন ।

810

মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, দুয়ারে সরকার যেমন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার সমাধান করেছে নতুন এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান - সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে।

910

নবান্ন সূত্রের খবর, প্রতিটি বুথকে চিহ্নিত করে একটি তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। শিবিরে মূলত পঞ্চায়েত, সেচ, বিদ্যুৎ, পূর্ত , জনস্বাস্থ্য কারিগরি , স্বাস্থ্য ও শিক্ষা দফতরের প্রতিনিধিরা থাকবেন।

1010

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন প্রকল্পের সূচনা করছে। মমতার মূল লক্ষ্য গ্রামীণ এলাকার ভোটার।

Read more Photos on
click me!

Recommended Stories