Rabindra Jayanti: রবীন্দ্রজয়ন্তীতে কলকাতা সফরে অমিত শাহ, দেখে নেওয়া যাক শাহ-এর আজকের সফরসূচি

Published : May 09, 2023, 10:36 AM IST
Amit Shah today visit to bharatpur

সংক্ষিপ্ত

উল্লেখ্য সোমবার রাতেই কলকাতা পৌঁছেছেন অমিত শাহ। মঙ্গলবার দিনভর কোথায় কোথায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী? দেখে নেওয়া যাক সফরসূচি।

২৫ বৈশাখে কবি প্রণাম জানাতে দিল্লি থেকে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা সফরে এসে এবার প্রথমেই অংশ গ্রহণ করলেন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। এছাড়াও দিনভর ঠাঁসা কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর। রবীন্দ্র জয়ন্তীর সকালেই তাঁকে দেখা যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। উল্লেখ্য সোমবার রাতেই কলকাতা পৌঁছেছেন অমিত শাহ। মঙ্গলবার দিনভর কোথায় কোথায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী? দেখে নেওয়া যাক সফরসূচি।

কলকাতায় অমিত শাহের সফরসূচি

৮ মে সোমবার রাতে কলকাতা পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সারাদিন একের পর এক কর্মসূচি শহরে। ৯ মে মঙ্গলবার সকাল ১০টায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছন অমিত শাহ। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দেন তিনি। এর পর দুপুর ১২টায় উত্তর ২৪ পরগনার আইসিপি পেট্রাপোলের উদ্দেশে রওনা হবেন শাহ। এখানে রতের স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে বিকেল সাড়ে ৪টে নাগাদ আসবেন কলকাতার সায়েন্স সিটিতে। সেখানেও রয়েছে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন। বিকেল ৫টায় সায়েন্স সিটিতে ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।

 

 

সোমবার কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে শান্তিনিকেতনে পদার্পণ করার কথা রয়েছে অমিত শাহের। সেই উপলক্ষ্যেও বিশ্বভারতীতে আজ রয়েছে বিরাট ব্যবস্থা।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI