
Burrabazar fire Update News: অক্ষয় তৃতীয়ার দিন বড়বাজারের মেছুয়ায় হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় আগেই গ্রেফতা হয়েছেন হোটেলের মালিক ও ম্যানেজার। এবার বড়বাজারের অগ্নিকাণ্ডের (Burrabazar Fire News) ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ (Kolkata police)।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম খুরশিদ আলম (৪২)। অভিযুক্ত কলকাতা কড়েয়া থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলে আগুন লাগার ঘটনার সঙ্গে সেও যুক্ত থাকতে পারে। এদিকে এই ঘটনায় বৃহস্পতিবারই গ্রেফতার হয়েছে হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুর। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ওইদিনই গ্রেফতার হয় ঠিকাদার। খুরশিদ আলম নামে ওই ব্যক্তিকে কড়েয়ায় তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
এদিকে, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন সেরে বৃহস্পতিবারই ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। ওই হোটেলটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলেই দাবি করেন। যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।
হোটেল মালিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন যে, সিস্টেম ছাড়া কোনও হোটেল চালানো যাবে না। একইসঙ্গে শহরের অন্যান্য বিপজ্জনক ভবনের নিরাপত্তা খতিয়ে দেখতে পুরসভা ও পুলিশকে নির্দেশ দেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৫ জনের। সেই সময় জগন্নাথমন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘায় (Digha Jagannath Temple) ছিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রতিমুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। ফিরেই বৃহস্পতিবার সকালে বড়বাজারের দুর্ঘটনাস্থলে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মাও।
জানা গিয়েছে, হোটেল মালিকের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই হোটেলের আশপাশের বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সিস্টেম ছাড়াই হোটেল চালাচ্ছেন, আগুন ধরে যাওয়া হোটেলটি ‘সিল’ করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দমকল যখন প্রবেশ করার চেষ্টা করছিল, তখন হোটেলের দরজা বন্ধ ছিল বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।