আজ শহরের রাস্তায় চলবে না কোনও অ্যাপ ক্যাব! চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Published : Feb 27, 2025, 09:06 AM IST
Bengaluru, Ola cab, cab service in Bangalore, trip to Mysore, tourist

সংক্ষিপ্ত

১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাবের চাকা রাজপথে গড়াবে না। এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ওলা–উবার অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। যেটা সিটু পরিচালিত।

পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। দীর্ঘদিন জ্বালানির দাম বাড়লেও বাড়েনি ওলা–উবার অ্যাপ ক্যাবের ভাড়া। এবার তাই দামবৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছে ওলা-উবারের মত অ্যাপ ক্যাবগুলি। ভাড়াবৃদ্ধি– সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে পরিষেবা বন্ধের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন।

১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাবের চাকা রাজপথে গড়াবে না। এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ওলা–উবার অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। যেটা সিটু পরিচালিত। ভাড়া এবং পরিকাঠামো বৃদ্ধির দাবিতে পরিষেবা বন্ধের কথা জানানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় নামবে না ওলা–উবার অ্যাপ ক্যাব।

দীর্ঘদিন জ্বালানির দাম বাড়লেও বাড়েনি ওলা–উবার অ্যাপ ক্যাবের ভাড়া। দামবৃদ্ধির সঙ্গে ভাড়া বৃদ্ধি না হওয়ায় তারই প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকার অ্যাপ ক্যাবগুলির ভাড়াবৃদ্ধি বা অন্যান্য সুবিধা নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা এখনও দেয়নি বলে অভিযোগ উঠেছে।

সিটু পরিচালিত ওলা, উবার অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের পক্ষ থেকে সহ সম্পাদক সোহাগ খান বলেন, ‘‌রাজ্য সরকার চালকদের জন্য নির্দিষ্টভাবে কোনও ভাড়া বেঁধে দেয়নি। কিন্তু পেট্রল–ডিজেলের দাম বেশ বেড়েছে। সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে পথে অ্যাপ ক্যাব নামানো চ্যালেঞ্জের। ২০ ফেব্রুয়ারি আমরা সবাই বৈঠকে বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি অফলাইন স্ট্রাইকের ডাক দেওয়া হবে। তাই ওইদিন ওলা, উবার, ইনড্রাইভ, র‌্যাপিডোর মতো অ্যাপ ক্যাবগুলিকে রাস্তায় নামাতে নিষেধ করেছি। ১২ ঘণ্টা রাস্তায় অ্যাপ ক্যাব চলবে না।’‌

PREV
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী