
Kolkata News: কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল লাউঞ্জের টার্মিনালের কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা বাংলাদেশি যুবকের। সিআইএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে। গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি যুবককে।
শুক্রবার দুপুরে ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর ২৫ এর বাংলাদেশি যুবক মহম্মদ আশরাফুল। কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করে সে। সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের।
কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত যুবক। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদীর সময় ধৃত যুবক জানায়, আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোই তার ক্ষমতা বাড়বে। শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনএস সিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সি আই এস এফ। ধৃত যুবককে গ্রেফতার করেছে বিধান নগর পুলিশ। শুধু তাই নয়, এই কাণ্ড ঘটানোর পিছনে ওই যুবকের আর অন্য কোনও অসৎ উদ্দেশ্য ছিল কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, ডোমজুড়ে হোটেল থেকে শিশু পাচার ও যৌন বাণিজ্যের ঘটনায় চার দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড। নির্যাতিতাদের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা আদালতের। জানা গিয়েছে, ২০১৮ সালে ডুমডুম থানার অধীনস্থ সুকান্ত পল্লীর একটি হোটেল ‘সিলভার ডোর’-এ শিশু ও নারী পাচার এবং জোরপূর্বক যৌন কাজে নিযুক্ত করার অভিযোগে দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর মামলায় চার অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাকপুরের বিশেষ পকসো আদালত।
এই মামলার সূত্রপাত হয় ২১ ফেব্রুয়ারি, ২০১৮-তে, যখন CID-এর AHTU ইউনিটের ওসি ইন্সপেক্টর গৌতম সাহা গোপন সূত্রে খবর পেয়ে সিলভার ডোর হোটেলে অভিযান চালান। অভিযানে দু’জন নাবালিকা ও চারজন প্রাপ্তবয়স্ক মহিলা উদ্ধার হন। ঘটনাস্থল থেকে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালীন হোটেল ম্যানেজারের ডেস্ক থেকে ₹২,২৮,০৫০ নগদ, অভিযুক্তদের কাছ থেকে ₹৫০০০ টোপ অর্থ, এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তভার গ্রহণ করে CID, এবং ইনস্পেক্টর স্বপ্না ঘোষ এই মামলার তদন্তকারিণী অফিসার হিসেবে নিযুক্ত হন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।