দিনে দুপুরে মায়ের সামনে ছাত্রীর মাথায় একের পর এক কোপ! বেলঘরিয়ায় গোটা এলাকা জুড়ে উত্তেজনা

Published : Sep 05, 2024, 03:12 PM ISTUpdated : Sep 05, 2024, 03:13 PM IST
Belgharia Prafulla Nagar

সংক্ষিপ্ত

অভিজিৎ নামে এক যুবক ওই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল ওই যুবক। 

রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। প্রস্তাবে রাজি না হওয়ায় রাম দা দিয়ে মায়ের সামনে স্কুল ছাত্রীর মাথায় পর পর কোপ স্থানীয় যুবকের। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার প্রফুল্ল নগরে সিসিআর ব্রিজের ঠিক নিচে। স্থানীয় সূত্রের খবর ওই এলাকায় অভিজিৎ নামে এক যুবক ওই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল ওই যুবক।

বুধবার বেলঘরিয়া প্রফুল্ল নগরে দুপুরবেলা যখন ওই স্কুল ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল সেই সময় ধারালো অস্ত্র নিয়ে এসে মাথায় পরপর পাঁচকোপ দেয় অভিজিৎ নামের ওই যুবক। মেয়েটির মায়ের হাতেও লাগে কোপ। পরে অবশ্য স্থানীয় ছেলেটিকে ধরে ফেলে এবং মেয়েটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা অবরোধ করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ আসলে স্থানীয়ের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে। চিকিৎসার পর জানা গিয়েছে বিপদ কাটিয়ে উঠেছে। ভয়ের কোনও কারণ আপাতত নেই।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?