ভিনরাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা, পদক্ষেপের দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্যপাল বোসের

Published : Aug 21, 2025, 11:13 AM IST
cv anand bose amit shah

সংক্ষিপ্ত

CV Anand Bose: পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবার কেন্দ্রকে চিঠি লিখলেন বাংলার রাজ্যপাল  সিভি আনন্দ বোস। কী দাবি জানিয়ে বোসের এই চিঠি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

CV Anand Bose: এবার বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে কেন্দ্রকে আট পাতার একটি সুপারিশপত্র পাঠালেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। দেশের বিভিন্ন প্রান্তে বাংলার শ্রমিকদের হয়রানির ঘটনায় ক্রমবর্ধমান হওয়ায় তাঁদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন তিনি। সূত্রের খবর, ওই প্রতিবেদন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ‘শ্রমশ্রী’ নামে একটি পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছেন। যেখানে বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হয়রানির অভিযোগ উঠে এসেছে। তার পরদিনই রাজ্যপালের পক্ষ থেকে এ উদ্যোগ গৃহীত হয়। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। এর মধ্যে রয়েছে—

বাংলা অভিবাসী শ্রমিকদের জন্য একটি ডিজিটাল রেজিস্ট্রেশন পোর্টাল চালু কর।, যা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে। প্রত্যেক নিবন্ধিত শ্রমিককে একটি বিশেষ ডিজিটাল আইডি কার্ড প্রদান করা। কম ভাড়ার বাসস্থান, সুরক্ষিত কর্মপরিবেশ ও শ্রম দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা। শ্রমিকদের গন্তব্য রাজ্যগুলির (কেরল, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি) সঙ্গে সমঝোতা চুক্তি (MoU) করে তাঁদের ন্যূনতম মজুরি, কর্মস্থলের নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার নিশ্চয়তা প্রদান।

প্রধান শহরগুলিতে (কোচি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ ও দিল্লি) লেবার ওয়েলফেয়ার অফিসার (LWO) নিয়োগ।  সংখ্যক শ্রমিক অধ্যুষিত এলাকায় সুলভ মূল্যের আবাসন বা হোস্টেল নির্মাণ।‘One Family One Ration Card’ ব্যবস্থার পরিবর্তে ‘One Citizen One Ration Card’ চালু করা, যাতে শ্রমিকরা দেশের যেকোনও প্রান্তে সরকারি খাদ্যশস্য পান।

২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা, যেখানে শ্রমিকরা মজুরি বঞ্চনা, শারীরিক বা মৌখিক নিগ্রহ, চুক্তি সংক্রান্ত সমস্যা কিংবা জরুরি পরিস্থিতি জানাতে পারবেন। বাংলার গৃহকর্মী মহিলাদের জন্য কর্মসংস্থান সংস্থাগুলির ওপর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ। রাজ্যপালের বক্তব্য, এসব পদক্ষেপ দ্রুত কার্যকর হলে বাংলা শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।
 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর