বিশ্বের সেরা ১০০ জন মহিলা শিল্পীর মধ্যে জায়গা পেলেন, টাইম স্কোয়্যার বিলবোর্ডে স্বাতী ঘোষ

Published : Jul 07, 2023, 11:13 PM ISTUpdated : Jul 07, 2023, 11:28 PM IST
Swati Ghosh

সংক্ষিপ্ত

বাঙালি শিল্পের কদর করে। দেশ-বিদেশে বাঙালির শিল্পকলার কদর করা হয়। এখনও বাঙালির শিল্পের কদর আছে। বিভিন্ন দেশ থেকে সম্মান পাচ্ছেন বাঙালি শিল্পী স্বাতী ঘোষ।

জন্ম জামশেদপুরে, পড়াশোনা কানপুরে। বাবা ছিলেন সরকারি কর্মচারী। সেই কারণে দেশের বিভিন্ন জায়গায় থাকার সুযোগ হয়েছে। তবে দীর্ঘদিন প্রবাসী বাঙালি হলেও, বাংলার সঙ্গে বরাবরই যোগ ছিল স্বাতী ঘোষের। শিল্পকলার প্রতিও ঝোঁক ছিল। ছোটবেলা থেকেই আঁকা শুরু করেন। তবে ২০১৪ সালের আগে পেশাদার শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পাননি। ২০১৪ সাল থেকে শুরু হয় পেশাদার শিল্পী হিসেবে পথ চলা। এরপর ২০১৮ সালে লন্ডন আর্ট কলেজ থেকে ড্রইং অ্যান্ড পেইন্টিংয়ে ডিপ্লোমা লাভ করেন। তখন থেকেই শিল্পী হিসেবে স্বাতীর পথ চলা শুরু হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে যোগ দিতে শুরু করেন তিনি। ইউরোপের রেনেসাঁর পীঠস্থান ইটালির শিল্পীদের সঙ্গেও কাজ শুরু করেন স্বাতী। তিনি স্বীকৃতিও পেতে থাকেন। অনেক সম্মান, পুরস্কার পেয়েছেন এই শিল্পী।

ইটালির বোলোগনায় 'পালাজ্জো ডি অ্যাকারসিও' প্যালেসে ঐতিহাসিক চিত্রকলার প্রদর্শনী হয়। 'ইনকন্ট্রি ইউরোপ' নামে এই প্রদর্শনীতে যোগ দেন স্বাতী। ২০ থেকে ৩০ জুন পর্যন্ত চলে এই প্রদর্শনী। মিনারি গ্রুপ নামে ইটালির শিল্পীদের একটি গোষ্ঠীর সঙ্গেও যুক্ত স্বাতী। সম্প্রতি বিশ্বের সেরা ১০০ জন মহিলা শিল্পীর মধ্যে জায়গা পেয়েছেন স্বাতী। ২ জুলাই নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারের বিলবোর্ডে এই ১০০ জন শিল্পীর ছবি প্রদর্শিত হয়। এই বিরল সম্মান পেয়ে খুশি স্বাতী। তিনি আরও ভালো কাজ করতে চাইছেন।

স্বাতী জানিয়েছেন, 'জামশেদপুরে আমার মামাবাড়ি। সেখানেই আমার জন্ম হয়। এরপর বড় হয়ে উঠেছি কানপুরে। আমার বাবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন। তিনি এখন অবসরের পর দমদমে থাকেন। আমি থাকি পণ্ডিতিয়ায়। অয়েল পেইন্টিং, অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, সবই ভালো লাগে। কাগজে আঁকছি না অন্য কিছুর উপরে, সেটা দেখেই আমি ঠিক করি কী দিয়ে আঁকব। পোর্ট্রেট আঁকতে ভালোবাসি। এছাড়া প্রকৃতির ছবি আঁকতেও ভালো লাগে। তবে শান্তির কোনও বার্তা দিয়ে আঁকতে বেশি ভালো লাগে।'

স্বাতী আরও জানিয়েছেন, তিনি রোমে টামারা আর্ট অ্যাওয়ার্ড, মিলানে ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড ক্যাভালো ট্রফিও অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় ইন্টারন্যাশনাল কালচার অ্যান্ড আর্টস ফেডারেশন আইসিএএফ-এর বিচারক হিসেবে বিশেষ পুরস্কার পান স্বাতী। ২০২০ সালের নভেম্বরে ইঞ্চিয়নে ন্যাশনাল আর্টস অ্যাসোসিয়েশনের প্রদর্শনীতেও বিশেষ পুরস্কার পান স্বাতী। তিনি দেশ-বিদেশে আরও অনেক পুরস্কার পেয়েছেন। শিল্পী হিসেবে আরও উন্নতি করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন স্বাতী।

আরও পড়ুন-

Sonu Sood: নবরূপে সোনু সুদ, তৈরি করছেন দোসা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Coco Lee: ৪৮-এ শেষ হয়েছে লড়াই, ভক্তদের অসংখ্য হিট গান উপহার গিয়েছেন সদ্য প্রয়াত গায়িকা কোকো লি

Mithun Chakraborty: প্রয়াত মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি দেবী, মাতৃহারা হলেন অভিনেতা

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?