লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি মাসে মিলবে ১৫০০ টাকা, টাকা পাবেন রাজ্যের যুবকরাও, আবেদন করুন নতুন বছরে

Published : Dec 10, 2024, 10:39 AM IST

পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা মাসিক ১৫০০ টাকা ভাতা পেতে পারেন। অষ্টম শ্রেণী পাশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া আবশ্যক। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন।

PREV
110

মমতা সরকারের রয়েছে একাধিক প্রকল্প। রাজ্যে মানুষের সুবিধার কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে এই সকল প্রকল্প।

210

কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী থেকে শুরু করে তরুণের প্রকল্পের মতো ভাতা আছে পড়ুয়াদের জন্য।

310

বৃদ্ধদের জন্য বৃদ্ধ ভাতা। বিধবাদের জন্য বিধবাভাতা। তেমনই আছে লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী থেকে যোগ্যশ্রী, সবুজ সাথী সহ আরও কত কী।

410

এই সকল প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসে ১ হাজার ও তপসিলি মহিলারা ১২০০ টাকা করে ভাতা পান।

510

মহিলাদের স্বনির্ভর করতে এই ভাতা দিয়ে থাকে মমতা সরকার। তেমনই আরও এক প্রকল্প আছে রাজ্য সরকারে। যাতে মাসে মেলে ১৫০০ টাকা।

610

১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীরা আবেদন করতে পারেন এই প্রকল্পের জন্য। প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প।

710

সমাজের বেকার যুবক ও যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প নিয়ে এসেছে মমতা সরকার। যে প্রকল্পে মেলে ১৫০০ টাকা।

810

শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম পাস করলে ও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এই ভাতার জন্য আপেদন করতে পারেন।

910

আবেদনকারীর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে চাকরি সন্ধানকারী হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। বেকার যুবক যবতীরা শুধুমাত্র আবেদন করতে পারেন।

1010

একটি পরিবার থেক শুধুমাত্র এখজন সদস্যই আবেদন করতে পারে। অনলাইলে আবেদন করতে পারেন যুবশ্রী প্রকল্পের জন্য।

click me!

Recommended Stories