নার্সিং কলেজে বড়সড় প্রতারণা! চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, উত্তপ্ত গড়িয়া

Published : Jul 16, 2024, 12:04 PM IST
MAH Nursing CET 2024 registration date extended

সংক্ষিপ্ত

নার্সিং কলেজে বড়সড় প্রতারণা! চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, উত্তপ্ত গড়িয়া

গড়িয়া বেসরকারি নার্সিংহোমে তুলকালাম! নার্সিংহেম ভাঙচুর চালালেন পড়ুয়ারা। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠে এসেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। মালিকের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল আগেই। ইতিমধ্যেই আটক করা হয়েছে নার্সিংকলেজের প্রধান মানিকলালকে।

গড়িয়ে স্টেশনের শ্রীনগর এলাকায় রয়েছে এই নার্সিং কলেজটি। এই কলেজের বিরুদ্ধে উঠে এসেছে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ। পড়ুয়ারা জানিয়েছেন, নার্সিং পড়বেন বলে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা দিতে হয়েছিল তাদের। কিন্তু ২ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও শংসাপত্র হাতে মেলেনি। টাকা চাইলে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে পড়ুয়াদের সঙ্গে।

এ প্রসঙ্গে ওই কলেজেরই এক ছাত্রী জানান, " বহু কষ্টে ১ লক্ষ ৭০ হাজার টাকা জোগাড় করে দিয়েছিলাম। আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আসল সংসাপত্রও নিয়ে নেওয়া হয়েছিল চাইতে গেলে কল্জ থেকে জানায় ওগুলো নাকি ব্যঙ্গালুরুতে পাঠানো হয়েছে। এই দুই বছর কিছুই হল না, চাকরিও পেলাম না। উলটে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের আসল রেজাল্ট হাতে না থাকায় কোথাও ভর্তি হতে পারলাম না। এর বিচার চাই।"

এই নিয়ে মুখ খুলেছেন কলেজ প্রধানও, তিনি জানিয়েছেন, " পড়ুয়াদের টাকা ফেরত দেওয়া হবে। ইতিমধ্যেই অনেককে চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। পুরো কোর্স না করেই কলেজ ছেড়ে দিতে চাইছেন অনেকেষ তাঁদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সবার টাকা মিটিয়ে দেওয়া হবে"।

PREV
click me!

Recommended Stories

Today Live News: Messi AI video - ধুতি-পাঞ্জাবি পরে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন,আবার মিষ্টিও খাচ্ছেন মেসি! জানুন বিস্তারিত
এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার