
Dilip Ghosh to join TMC: রাজ্য বিজেপি-র (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের রিসেপশনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়়া রাজ্যের একাধিক মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-নেত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ। তিনি রাজ্য বিজেপি-র কোন নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর কথা জানা গিয়েছে। এরপর দিলীপের দলবদল নিয়ে জল্পনা বেড়েছে। তিনি কয়েকদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও দলবদলের কথা স্বীকার করেননি দিলীপ। তবে তাঁর একের পর এক পদক্ষেপে সেই জল্পনা বাড়ছে।
কয়েকদিন আগেই বিয়ে করেছেন দিলীপ ও রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। বিয়ের দিন বড় কোনও অনুষ্ঠান করেননি দিলীপ। তিনি পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ কয়েকজনকে পাশে নিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন। দিলীপের বিয়ের দিন উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। বিয়ের দিন একটা খাওয়ার ব্যবস্থা থাকলেও, এখনও রিসেপশন হয়নি। এবার সেই রিসেপশন হতে চলেছে। চলতি মাসেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে দিলীপ-রিঙ্কুর রিসেপশন হতে চলেছে। তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই জানা গিয়েছে। এই অনুষ্ঠানে মমতা-অভিষেক উপস্থিত হলে সেটাই সবচেয়ে বড় আকর্ষণ হবে। একইসঙ্গে দিলীপের দলবদল কার্যত নিশ্চিত হয়ে যাবে। দিলীপ একা নন, তিনি সস্ত্রীক তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জল্পনা চলছে। রাজ্য বিজেপি নেতাদের মধ্যে এখন দিলীপের রিসেপশন নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে মমতা ও অভিষেককে আমন্ত্রণ জানানো নিয়ে আলোচনা চলছে। দলীয় নেতৃত্বের বিপরীত অবস্থানের জন্য দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে।
কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন দিলীপ। সকালে ইকো পার্কে হাঁটতে গিয়ে হোক বা কোনও সভায়, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে বারবার তীব্র আক্রমণ করেছেন দিলীপ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁর মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়। সেই দিলীপই হঠাৎ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পাশে বসে মালা পরে সস্ত্রীক দিলীপের সহাস্য ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশাপাশি দিলীপকেও দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। শুভেন্দু সেদিনই আবার পৃথক অনুষ্ঠান আয়োজন করেন। সেই অনুষ্ঠানে যোগ না দিলেও, দিঘায় যান দিলীপ। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপরেই তাঁর দলবদল নিয়ে জল্পনা বেড়েছে।
তরুণজ্যোতি তিওয়ারি, কেয়া ঘোষ, স্বপন দাশগুপ্ত-সহ বিজেপি-র বেশ কয়েকজন নেতা-নেত্রী দিলীপকে আক্রমণ করেছেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, দিলীপ জননেতা নন। শুভেন্দুও নাম না করে দিলীপকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো এবং পিসিকে প্রাক্তন করার লক্ষ্যে। আজ বাকচায় বসে আছি বিজয় ভুঁইয়ার আত্মবলিদান দিবসে। ভয়াবহ ২ রা মে-র চতুর্থ বর্ষপূর্তি। আমরা ব্যক্তিগত ইচ্ছা, আনন্দ-ফূর্তি করতে পারি না, যতক্ষণ না ২৫০ টি আত্মবলিদানকারী পরিবারের ঋণ শোধ করছি।’ এর আগে শুভেন্দু বলেছিলেন, ‘বিরোধী দলনেতা হিসেবে সরকারের ব্যর্থতা, ত্রুটি নিয়ে বলব। কিন্তু কোনও ব্যক্তি কী করবেন, কী বলবেন, কী বলবেন না, সেসব উত্তর আমি দেব না।’ ফলে দিলীপকে নিয়ে বিজেপি-র অন্দরে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে বিজেপি-তে থাকা কঠিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।