শুভেন্দুর সভায় হামলার অভিযোগ, প্রতিবাদের ঢেউয়ে বিধানসভা থেকে জিটি রোডে ধুন্ধুমার বিজেপির

বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বারুইপুরে শুভেন্দুর (Suvendu Adhikari) ওপর হামলার অভিযোগে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ বিধানসভায়। বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। বিধানসভার ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজ

কলকাতা: বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বারুইপুরে শুভেন্দুর (Suvendu Adhikari) ওপর হামলার অভিযোগে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ বিধানসভায়। বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। বিধানসভার ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। কুশপুত্তলিকা দাহ করে অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় বিজেপি বিধায়কদের।

অধিবেশনে বলতে বাধা দেওয়ার অভিযোগে স্পিকারের বিধানসভা কেন্দ্রতেই বুধবার শুভেন্দু অধিকারী মিছিলের ডাক দিয়েছিলেন। একইদিনে বারুইপুরে (BJP Baruipur) দুটি পথসভা ছিল তৃণমূলের। বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী-সহ বিধায়করা। কনভয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার উত্তপ্ত হয় বিধানসভা। অধিবেশনের শুরুতেই বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ (Sankar Ghosh) বারুইপুরের প্রসঙ্গ তোলেন। বিরোধী দলনেতা-সহ বিজেপির ৫০ জন বিধায়কের প্রাণঘাতী হামলার ঘটনায় রাজ্য সরকারের বিবৃতি দাবি করেন শঙ্কর ঘোষ (BJP News)।

Latest Videos

দেখা যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোনও বিবৃতির প্রসঙ্গেই যাননি। তারপরই সরগরম হয়ে ওঠে বিধানসভা। অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে আধ ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। এরপর কক্ষত্যাগ করে বিধানসভার দু’নম্বর গেটের সামনে হাতে কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ। ওঠে স্পিকারের পদত্যাগের দাবিও। শুধু তাই নয়, অধিবেশনের শুরু থেকেই একের পর এক অভিযোগ তুলে উত্তপ্ত হয় বিধানসভা (West Bengal Assembly)। তবে বৃহস্পতিবার অধ্যক্ষের কুশপুত্তলিকা (Biman Bandyopadhyay) দাহ করে কালো পতাকা হাতে নিয়ে যেভাবে বিক্ষোভ দেখায় বিজেপি, তা নিঃসন্দেহে বেনজির (BJP Bengal)।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে হুগলিতে বিজেপির বিক্ষোভ ও জিটি রোড অবরোধ। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বারুইপুরে সভায় বাধা ও তার গাড়ির কনভয়ে হামলার প্রতিবাদে এদিন হুগলি (Hooghly News) সাংগঠনিক জেলার বিজেপি নেতা ও কর্মীরা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। চুঁচুড়ায় বিজেপির যুব, মহিলা ও অন্যান্য কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। টায়ারে আগুন জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান তাঁরা। পাশাপাশি, রাজ্যের পুলিশ মন্ত্রীর জবাবদিহিরও দাবি করেন বিজেপির কর্মী সমর্থকরা।

পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ও জিটি রোড অবরোধমুক্ত করে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ''বিরোধী দলনেতার ওপর গতকালের নিন্দনীয় হামলার প্রতিবাদে আজ সারাদিনব্যাপী সর্বত্র বিক্ষোভ আন্দোলন চলবে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
পুলিশের সঙ্গে তীব্র বচসা! BJP'র মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল কলকাতা | BJP Protest Kolkata
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী