সাতদিন দেশে থাকবেন না মমতা, বিদেশ সফরের সময় রাজ্য সামলাতে মন্ত্রী-সচিবদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমাকে অসম্মান করুন, কিন্তু বাংলাকে অসম্মান করবেন না। লন্ডন সফরের আগে বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর সাফ কথা, বাংলার বদনাম কাঙ্খিত নয়। গণশক্রদের ব্যাপারে জানিয়ে গেলাম (West Bengal News)। লন্ডন সফরে 

কলকাতা: আমাকে অসম্মান করুন, কিন্তু বাংলাকে অসম্মান করবেন না। লন্ডন সফরের আগে বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর সাফ কথা, বাংলার বদনাম কাঙ্খিত নয়। গণশক্রদের ব্যাপারে জানিয়ে গেলাম (West Bengal News)।

লন্ডন সফরে যাওয়ার আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। মুখ্যমন্ত্রী বলেন, ''আমার কোনও নেতা বিদেশে গিয়ে দেশের বদনাম করে না। তাঁর অভিযোগ, ইমেল করে বলা হয়েছে আমরা খারাপ। আমাদের কাছে সেই ইমেল এসেছে।'' লন্ডন সফরে যাওয়ার আগে একটি টাস্ক ফোর্সও (West Bengal Task Force) গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাঁচ সদস্যের কমিটিতে থাকবেন তিনজন আইএএস ও দুজন আইপিএস। এঁরা হলেন, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভর্মা, বিবেক কুমার।

Latest Videos

এছাড়াও দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পাঁচ মন্ত্রীকে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিদেশে থাকাকালীন যাঁরা যোগাযোগ রাখবেন। এঁদের মধ্যে রয়েছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, শশী পাঁজা। মুখ্যমন্ত্রী এদিন জানান, জাপান, পোল্যান্ড, অস্ট্রেলিয়ার তরফেও তাঁর কাছে আমন্ত্রণ এসেছে।

জানা গিয়েছে, ২২ মার্চ শনিবার অক্সফোর্ডের (OXford University) আমন্ত্রণ লন্ডন (London Travel) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাতদিনের এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি। তিনি বলেন, ''আমরা ২২ তারিখ যাচ্ছি। ২৪ মার্চ ওখানে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান, ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন, ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে। ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া, ২৮ তারিখ লন্ডন (London) থেকে রওনা দিয়ে দেশে ফিরব।''

তিনি আরও বলেন, ''খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী, ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে। তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি। এটা সরকারের ব্যাপার।'' এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে লন্ডন যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। শুধু তাই নয়, বিদেশ সফরে গিয়েও তিনি যে সবসময় রাজ্যের কাজকর্মের দিকে নজর রাখবেন সেই বার্তাও দিয়েছেন। কারণ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, তিনি বিদেশে থাকাকালীন তার গড়ে দেওয়া Task Force নিয়মিত জেলা শাসকদের বৈঠক করবে। রাজ্যের সবরকম পরিস্থিতির ওপর নজর থাকবে তাঁদের। এমনকি প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবে টাস্ক ফোর্স।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'আমাকে রক্তাক্ত করল মমতার পুলিশ' বেলগাছিয়ায় আহত শুভেন্দু! | Suvendu Adhikari Belgachia visit
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
‘সিভিক ভলান্টিয়ার তো সামনে, আসল রাঘব বোয়াল কে?’ RG Kar কাণ্ডে Adhir Ranjan Chowdhury-র তীব্র তোপ
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest