Ramnavami: হিন্দু ভোট সংগঠিত করতেই রাজ্যজুড়ে রামনবমীতে জোর! বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

Published : Apr 05, 2025, 02:55 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

BJP RamNavami: রাত পোহালেই রামনবমী। তার আগেই চড়ছে রাজনৈতিক পারদ। বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের নির্বাচন। আর এই ভোটকে সামনে রেখে হিন্দু ভোটকে সংগঠিত করতে বিজেপি নেতৃত্ব এবার জোর দিয়েছে রামনবমী পালনে।                                                     

BJP Ramnavami: রাত পোহালেই রামনবমী। তার আগেই চড়ছে রাজনৈতিক পারদ। বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের নির্বাচন। আর এই ভোটকে সামনে রেখে হিন্দু ভোটকে সংগঠিত করতে বিজেপি নেতৃত্ব এবার জোর দিয়েছে রামনবমী পালনে। রামনবমীতে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় শোভাযাত্রায় অংশ নেবে বিজেপির রাজ্যের শীর্ষ নেতৃত্বরা। অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসনও।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনই আপাতত পাখির চোখ পদ্ম শিবিরের কাছে। বিশেষ করে শুভেন্দু অধিকারির কাছেও। সেদিকে নজর রেখে হিন্দু ভোটকে সংগঠিত করার দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির। রামনবমীকে সামনে রেখে তৎপরতা বেড়েছে। বুধবার বিরোধী দলনেতা ঘোষণা করেন, দেড় লক্ষ মানুষ অংশ নেবেন রামনবমীর বিভিন্ন শোভাযাত্রায়। শুধু তাই নয়, কলকাতা ও রাজ্যের সব জায়গাতেই রামনবমীর শোভাযাত্রা বেরাবে। শুধুমাত্র কলকাতা শহর জুড়েই ১০০ ও বেশি রামনবমীর কর্মসূচি রয়েছে। হবে অস্ত্র পুজোও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হবে শোভাযাত্রা। উত্তর কলকাতায় এখনও পর্যন্ত ১৬টি শোভাযাত্রা হওয়ার কথা। দক্ষিণ কলকাতায়

সংখ্যাটা ১৬। এছাড়াও অন্য সংগঠন এর ব্যানারে হবে কর্মসূচি। যে সমস্ত জায়গায় কর্মসূচি ও অস্ত্র পুজো হবে সেগুলি হল -উত্তর কলকাতার কাশিপুর, মালপাড়া, হিন্দ সিনেমা, শিয়ালদহ, এন্টালি,। দক্ষিণ কলকাতার: মেটিয়াবুরুজ, পোর্ট এলাকা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বালিগঞ্জ, ভবানীপুর পর্ণশ্রী সহ একাধিক এলাকা।

এদিকে, বিজেপি ছাড়াও বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জণী পুত্র একাধিক ব্যানারে বের হবে রামনবমীর শোভাযাত্রা। শুধু কলকাতাই নয় কর্মসূচি হবে রাজ্যের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের ২০ টি জায়গা ও উত্তরবঙ্গের ৩০ টি জায়গা থেকে শোভাযাত্রার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তালিকা প্রস্তুত করা হয়েছে স্পর্শকাতর এলাকারও। দক্ষিণবঙ্গের স্পর্শকাতর এলাকা ১৫ টি। বেঁধে দেওয়া হয়েছে জনসমাগমের টার্গেটও। শিলিগুড়িতে রাম নবমীতে আনুমানিক ৫ লক্ষ জনসমাগম হতে পারে। বারাসাতেও আনুমানিক ৫ লক্ষ

জনসমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

অন্যদিকে, রামনবমীর কর্মসূচি ঘিরে তৎপর রাজ্য প্রশাসনও। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নেওয়া হয়েছে সবরকম ব্যবস্থা। রাজভবনের তরফেও রাজ্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর