দক্ষিণ কলকাতায় যেন সকাল হতেই রহস্য! গল্ফগ্রিনে ময়লার স্তূপ থেকে উদ্ধার মহিলার কাটামুণ্ডু

Published : Dec 13, 2024, 01:57 PM IST
Garbage

সংক্ষিপ্ত

সকাল সকাল দক্ষিণ কলকাতায় রহস্য। 

গল্ফগ্রিনের আবর্জনার স্তূপ থেকে মিলল এক মহিলার কাটা মুন্ডু। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কার্যত শোরগোল পড়ে গেছে। দেরি না করে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই সেই মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ।

কিন্তু এই দেহটি আসলে কার? আর কেনই বা এত নৃশংস ভাবে খুন? তাহলে কি বাকি দেহাংশর টুকরোগুলি অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে? এইরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

রোজকার মতো শুক্রবার সকালেও গল্ফগ্রিনের ওই ময়লার ভ্যাটে আবর্জনা নিতে আসেন সাফাইকর্মীরা। সেইসময়, তারা প্লাস্টিকের মধ্যে বলের মতো কিছু একটা লক্ষ্য করেন। আর তাতে রক্তও দেখতে পান তারা। ভালো করে দেখতেই বুঝতে পারেন যে, ওটা একজন মহিলার কাটা মুন্ডু।

আর তারপরেই থানায় খবর দেওয়া হয়। কিন্তু ওই এলাকাটি রিজেন্ট পার্ক থানা এলাকার অধীনে হওয়ায় গল্ফগ্রিন থানার পুলিশ প্রথমে আসেনি। কিন্তু এরপর খবর পেয়ে সেখানে পৌঁছে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। তারপর সেই কাটা মুন্ডুটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকায়। গল্ফগ্রিনের মতো ব্যস্ততম এলাকায় কীভাবে এইরকম একটি ভয়ানক ঘটনা ঘটল, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুনের পর শুধু মাথাই আলাদা করা হয়নি, টুকরো টুকরো করা হয়েছে গোটা দেহ।

সম্ভবত প্রমাণ লোপাটের জন্য সেই দেহাংশগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে। আর সেই কারণেই, এলাকার অন্যান্য ভ্যাটে তল্লাশি শুরু করেছে পুলিশ। এমনকি, দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই জোরালো তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI