Book Fair 2024: শুরু হতে চলেছে কলকাতা বইমেলা, ২০২৪-এ থাকছে একের পর এক চমক

ছোটদের জন্য থাকছে বিশেষ উপহার, অভিজ্ঞদের জন্যেও রাখা হচ্ছে আরেকটি বিশেষ দিন। 

১৮ জানুয়ারি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় উদ্বোধন করতে চলেছেন শহরের ৪৭  তম বইমেলা। বৃহস্পতিবার বিকাল ৪ টেয় উদ্বোধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।


বইমেলায় যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য ইতিমধ্যে বিশেষ বাসের ব্যবস্থাও করেছে পশ্চিমবঙ্গ সরকারি। বিভিন্ন জেলা থেকে আসা মানুষদের সুবিধা দেওয়ার জন্য অনেকগুলি উদ্যোগও নেওয়া হয়েছে। ২০২৪ সালের বইমেলায় অনেকগুলি আকর্ষণীয় চমক থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর, সবচেয়ে বেশি প্রকাশক ও লিটল ম্যাগাজিন অংশ নিতে চলেছে এবছরের বইমেলায়। 
 

এবছর বহুজাতিক প্রকাশনা সংস্থাগুলিও অংশ নিতে চলেছে সবচেয়ে বেশি। ২০২৪-এ অংশগ্রহণ করতে পারে প্রায় ২০টি দেশ। সেগুলির মধ্যে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি থেকে শুরু করে রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোন্তারিকা এমনকি থাইল্যান্ড-ও থাকছে বলে জানা গেছে। প্রায় ৫০টি নামজাদা প্রকাশনা সংস্থাকে নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নও সেজে উঠছে দুর্দান্ত সজ্জায়। 



কেবলমাত্র বিদেশি প্রকাশনা সংস্থাগুলিই নয়, দেশীয় প্রকাশনা সংস্থাও থাকছে প্রচুর। এবছরের কলকাতা বইমেলায় থাকবে ভারতের প্রায় সমস্ত রাজ্যের প্রকাশনা সংস্থা।  বইমেলায় ২১ জানুয়ারি আলাদা করে শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজনও করা হচ্ছে। ছোট ছোট শিশুরা সেদিন উপহার হিসেবে পেতে পারে পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান বইটি। আরেকদিকে, ২৪ জানুয়ারিকে বরিষ্ঠ নাগরিক দিবস হিসাবে পালন করারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই দিন বিশেষ সম্মান দেওয়া হবে সাহিত্যিক আবুল বাশারকে। 

বইমেলায় রাখা হবে মোট ৯ টি গেট, সেগুলির মধ্যে রয়েছে –  লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন