Buddhadeb Bhattacharjee: চলে গিয়েও মানুষের সেবায় বুদ্ধদেব, মৃত্যুর পর দৃষ্টি দিয়ে গেলেন ২ ব্যক্তিকে

তিনি চাইতেন, মৃত্যুর পর তাঁর দেহ, প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ মানুষের কাজে আসুক। এবার তাঁর কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেলেন দুই ব্যক্তি। চলে গিয়েও মানুষের সেবায় নিজেকে সঁপে দিয়ে গেলেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গতকাল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। গতকাল সকাল ৮টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharjee)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

এদিন সকালে পিস ওয়ার্ল্ড থেকে বের করার পর বিধানসভায় নিয়ে যাওয়া হয় বুদ্ধদেববাবুর (Buddhadeb Bhattacharjee) নিথর দেন। প্রায় সাড়ে এগারোটা অবধি সেখানে থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর নশ্বর দেহ নিয়ে শববাহী গাড়ি রওনা দেয় আলিমুদ্দিনের উদ্দেশে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সিপিএমের নেতা কর্মী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, কংগ্রেসের বহু নেতা।

Latest Videos

তিনি চাইতেন, মৃত্যুর পর তাঁর দেহ, প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ মানুষের কাজে আসুক। এবার তাঁর কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেলেন দুই ব্যক্তি। পরনে ধুতি, পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা। এভাবেই তাঁকে দেখতে অভ্যস্ত ছিল আপামর বাঙালি। চলে গিয়েও মানুষের সেবায় নিজেকে সঁপে দিয়ে গেলেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শোকের মধ্যেও কর্তব্যে অবিচল ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার। ফোন যায় সংশ্লিষ্ট দেহদানে অঙ্গীকারবদ্ধ সংস্থার কাছে। এরপর তাঁর বাড়ি এসে কর্নিয়া সংরক্ষণ করেন চিকিৎসকরা। এবার তাঁর চোখের দুই কর্নিয়াই সফলভাবে প্রতিস্থাপন করা হল দু’জনের চোখে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বরাবরই চোখের সমস্যায় ভুগতেন বলে খবর। শেষ কয়েক বছরে দৃষ্টিশক্তি অনেকটাই কমে গিয়েছিল। যে কারণে তাঁকে পড়ে শোনাতে হতো। রিজিওন্যাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে জানা যাচ্ছে, বুদ্ধবাবুর রেটিনার সমস্যা থাকলেও তাঁর কর্নিয়া ঠিক ছিল। ছানি অপারেশন না করানোর দরুন তাঁর কর্নিয়ার গুণগত মানও বেশ ভালো ছিল। এবার তাঁর দুই কর্নিয়াই দুই ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হল।

শহর কলকাতার রিজিওন্যাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে খবর, বুদ্ধবাবুর কর্নিয়া (Cornea) যে দুই ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হয়েছে, তাঁরা কর্নিয়া জনিত কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া সংরক্ষণের পর জরুরি ভিত্তিতে ওই দুই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। দু’জনেই এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি