Buddhadeb Bhattacharjee: বুধবারই বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সোমবারের বৈঠকে সিদ্ধান্ত মেডিক্যাল বোর্ডের

Published : Aug 07, 2023, 02:17 PM IST
Image of Buddhadeb Bhattacharjee

সংক্ষিপ্ত

সোমবারই বৈঠকে বসেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড। সেই বৈঠকেই সিদ্ধান্ত্য নেওয়া হয় আগামী বুধবার ছুটি দেওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে।

বুধবারই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালোর দিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। গত শনিবার থেকে বন্ধ হয়েছে অ্যাান্টিবায়োটিকও। একটু সুস্থ হওয়ার পর থেকেই বাড়ি ফেরার আর্জি জানিয়েছিলেন বুদ্ধদেব। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে বুধবার। ফুসফুসের সংক্রমণ এখন অনেকটাই কম। তাঁকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে সেই নিয়ে সোমবারই বৈঠকে বসেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড। সেই বৈঠকেই সিদ্ধান্ত্য নেওয়া হয় আগামী বুধবার ছুটি দেওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে।

শনিবার হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, এখনও নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে বুদ্ধদেবকে। তবে শনিবার থেকেই অ্যান্টিবায়োটিকের ডোজ বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে চিকিৎসকরা। ইতিমধ্যেই খোলা হয়েছে ইউরিনাটি ক্যাথেটার। তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেবিষয়ও শনিবারে মেডিক্যাল বোর্ডের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন সিপিআইএমের নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু। বুদ্ধদেবের বাড়ি ফেরা নিয়ে সিদ্ধন্ত গ্রহণ হবে আজই। বৃহস্পতিবারই বুকের ইউএসজি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই মেডিক্যাল বুলেটিনে জানানো হয় আপাতত তাঁর শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। আপাতত জ্ঞান রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সাড়া দিচ্ছেন চিকিৎসকদের ডাকে। শুধু তাই নয় ভিজিটরসদের ডাকেও সাড়া দিচ্ছেন তিনি। বুধবার রাইলস টিউব খুলে দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। গত সোমবারই ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। গতকাল থেকে ভিজিটারদের সঙ্গেও টুকটাক কথা বলেছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে একটু সুস্থ হতেই বাইপ্যাপ সহ রাইলস টিউব খুলে ফেলতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার আমও খেতে চেয়েছিলেন তিনি।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?