Buddhadeb Bhattacharya: এখনও সংকটমুক্ত নন বুদ্ধেদেব ভট্টাচার্য, সোমবার হতে পারে একগুচ্ছ মেডিক্যাল টেস্ট

হাসপাতাল সূত্রের খবর সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যের একগুচ্ছ শারীরিক পরীক্ষা হতে পারে। এদিন সিটিস্ক্যান করানোর কথা থাকলেও পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বদল করে মেডিক্যাল বোর্ড।

 

এখনও সংকটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে শনিবারের তুলনায় তাঁর শারীরিক উন্নতি কিছুটা হয়েছে। রবিবারে সন্ধ্যা উডল্যন্ডস হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানিয়েছিল এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে রক্তে অক্সিজেনের পরিমাণ বেড়েছে। এবার তাঁকে রাইলস টিউব দিয়ে খাবার দেওয়া হয়েছে। রক্তে শর্করার মাত্রা দিনভরই ২০০ থেকে ২২০ এর মধ্যে ঘোরাফেরা করেছে। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখার জন্য ইনসুলিনের ছোট ছোট ডোজ দেওয়া হয়েছে। তবে তাঁকে লাগারাত সেলাইন দেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রের খবর সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যের একগুচ্ছ শারীরিক পরীক্ষা হতে পারে। এদিন সিটিস্ক্যান করানোর কথা থাকলেও পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বদল করে মেডিক্যাল বোর্ড। হাসপাতালে নিয়ে নিয়ে আসার পরই বুদ্ধদেব ভট্টচার্যের অন্টিবায়োটিকের ডোজ বদল করা হয়েছিল। সেই ওষুধ কতটা কাজ করছে তা সোমবার পরীক্ষা করে দেখা হবে। সোমবার সকালে এইচআরসিটি থোরাক্স টেস্ট, ফুসফুসের সিটিস্ক্যান করা হবে। কাল বেশ কিছু রক্ত পরীক্ষা করার পরিকল্পনা রেয়েছে। হাসপাতাল সূত্রের খবর এখনই ভেন্টিলেশন থেকে তাঁকে বার করার কোনও সম্ভাবনা নেই। হাসপাতাল সূত্রের খবর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তিনি সংকটমুক্ত নন। উডল্যান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড তাঁর ফুসফুসের সংক্রমণ এখন কেমন রয়েছে, সেটা আগে নিশ্চিত হতে চান । তারপরই পরবর্তী পর্যায়ের কথা চিন্তাভাবনা করবেন তারা। বুদ্ধদেব সিওপিডি রোগী। তাই ভেন্টিলেশন থেকে বার করার পর আবার যদি শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে তাঁকে আবারও ভেন্টিলেশনে দেওয়া হতে পারে। তবে হাসপাতাল সূত্রের খবর চিকিৎসকরা কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না।

Latest Videos

মোদী সরকারকে নিশানা করে 'INDIA বৃক্ষ রোপণ কর্মসূচি' তৃণমূলের, ছিলেন রাজ চক্রবর্তী

মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা গুরুতর , তবে স্থিতিশীল রয়েছে। শ্বাসযন্ত্রের নিতের দিকে সংক্রমণ ও টাইপ টু রেসপিরেটারি ফেলিওর রয়েছে। হাসপাতাল সূত্রের খবর বুদ্ধদেব ভট্টাচার্যের ইকো কার্ডিওগ্রাম হয়েছে। তার রিপোর্টও যথেষ্ট সন্তোষজনক। ফুসফুসের অবস্থা খারাপ হলেও লড়াই চালিয়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরে সুগারের মাত্র নিয়ন্ত্রণে আনার জন্য ইনসুলিন দেওয়া হয়েছে। রাইলস টিউবে খাবার দেওয়া হয়েছে। খেতে এদিন কোনও সমস্যা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে কৌশিক চক্রবর্তী, সৌতিক পাণ্ডা, সুস্মিতা দেবনাথ, সরোজ মণ্ডল, ধ্রুব ভট্টাচার্য, আশিস পাত্রের মত বিশিষ্ট চিকিৎসকরা। তাঁর স্বাস্থ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখছের বেসরাকরি হাসপাতালের দুই চিকিৎসক সপ্তর্ষি বসু ও সোমনাথ মাইতি।

পাকিস্তানে ভাগ্য়ের চাকা ঘুরে গেল ভারতের অঞ্জুর! জমি , হাজার হাজার টাকার সঙ্গে চাকরির প্রস্তাব তাঁকে

বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি সমস্যা রয়েছে। ২০২১ সালে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলষ সেই সময় শারীরিক অবস্থান অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পাম অ্যাভিনিউর বাড়িতেই থাকতেন। দলের কর্মসূচিতেও সামিল হতে না তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও একমাত্র সন্তান সুচেতনা। এদিন দলের প্রথম সারিক নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রবীন দেব হাসপাতালে ছিলেন। সূর্যকান্ত মিশ্র মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথাও বলেন।

'বুদ্ধবাবুর মত সৎ রাজনীতিবিদ রাজ্যে রেয়ার', প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর