গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা, অল্পের জন্য এড়ালেন আঘাত

বেহালায় যেমন যানজট দেখা যায়, তেমনই বাসের বেপরোয়া গতি, অন্য গাড়িকে অতিক্রম করার চেষ্টাও দেখা যায়। শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে তেমনই ঘটনা দেখা গেল।

ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের গাড়িতে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালকের আসনের পাশে বসে ছিলেন সানা। সেই সময় ডায়মন্ড হারবার রোড দিয়ে যাচ্ছিল সানার গাড়ি। বেহালা চৌরাস্তার কাছে দু'টি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে সানার গাড়ি উল্টে যাচ্ছিল, কিন্তু চালকের তৎপরতায় বেঁচে চায় সেই গাড়ি। দুর্ঘটনার জেরে গাড়িটির ক্ষতি হলেও, চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। বাসটি কলকাতা থেকে রায়চকের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার পর গঙ্গোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানানো হয়। এই অভিযোগ পেয়ে বাসটির চালকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। পরে অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করে পুলিশ। বাসটি আটক করা হয়েছে।

অল্পের জন্য এড়ানো গেল বিপত্তি

Latest Videos

মাঝেরহাট থেকে ব্রিজের পর থেকেই রাস্তায় যানজট, বেপরোয়া বাস-অটো চলাচল নিত্য ঘটনা। বেহালায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার তেমনই হল। বাসের ধাক্কায় সানার গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটির লুকিং গ্লাস ভেঙে গিয়েছে। বাস যেদিকে ধাক্কা মেরেছে, সেদিকে সানা ছিলেন না বলে রক্ষা পেয়েছেন। না হলে তাঁর চোট পাওয়ার আশঙ্কা ছিল। বাসটি চালকের আসনের দিকে ধাক্কা মারায় চালকের পক্ষে বড় দুর্ঘটনা এড়ানো সহজ হয়।

কলকাতায় বাসের রেষারেষি কমছে না

২০২৩ সালের অগাস্টে বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় এক শিশু। সৌরনীল সরকার নামে দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে পিষে দেয় লরি। একই লরির ধাক্কায় আহত হন মৃত পড়ুয়ার বাবাও। এই ঘটনার পর বেহালার বিভিন্ন জায়গায় কড়াকড়ি শুরু করে পুলিশ। কিন্তু তারপরেও বাসের রেষারেষি, বেপরোয়া চলাচল বন্ধ হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া বার্তা দিয়েছেন। কিন্তু তারপরেও একই ঘটনা দেখা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

একইদিনে ভাইরাল গঙ্গোপাধ্যায় পরিবার,নেট দুনিয়ার মন জয় করলেন সৌরভ-ডোনা-সানা

আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসে থাকছেন না, নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গাঙ্গুলীর সাইবার বুলিং মামলা: ইউটিউবার মৃন্ময় দাস 'সিনেবাপ'-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla