আগস্ট থেকেই আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা। মামলার বিচারপর্ব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয়ের বিচারপর্বে সিবিআই-এর যুক্তি দিয়ে বক্তব্য পেশ আর্গুমেন্ট শেষ হয়।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জনাল সিবিআই। শিয়ালদহ আলাদলে আরজি কর মামলার শুনানি চলছে। সেখানেই সিবিআই জানিয়েছেন আরজি কর হত্যাকাণ্ড ও ধর্ষণ বিরলতম ঘটনা। তাই সঞ্জয়কে ফাঁসির সাজা দেওয়া হোক।
আগস্ট থেকেই আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা। মামলার বিচারপর্ব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয়ের বিচারপর্বে সিবিআই-এর যুক্তি দিয়ে বক্তব্য পেশ আর্গুমেন্ট শেষ হয়। আরজি কর হাসপাতালে মাহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনে সিবিআইয়ের মামলায় শিয়ালদহে এডিজে আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপর্ব চলছে। তবে এদিনও আদালতে হাজির করান হয়নি সঞ্জয় রায়কে। সিবিআই-এর আইনজীবী যুক্তি দিয়ে আদলতে বলেন, এই ধর্ষণ ও খুনের অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কীকী প্রমাণ রয়েছে কেনই সিবিআই সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে গণ্য করছে।
সূত্রের খবর, এই ব্যাপারে সিবিআই-র পক্ষে যে ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন তাদের আংশিক বক্তব্য পেশ করা হয়। বায়োলজিক্যাল প্রমাণ ও নির্যাতিতার দেহে থেকে ডিএনএ-এর নমুনা সংগ্রহ করেছে তাও তুলে ধরেন সিবিআই-এর আইনজীবী। এছাড়া সঞ্জয় রায়ের জামাকাপড় ও জুতো থেকে যে রক্তের দাগ পাওয়া গেছে তাও নির্যাতিতার সঙ্গে মিলে গেছে তাও বলে আদালতে সিবিআই জানিয়েছে। পাশাপাশি ফরেন্সিক রিপোর্টও তুলে ধরেছে সিবিআই। আগামী ৪ জানুয়ারি অর্থাৎ আগামিকাল সঞ্জয়ের আইনজীবী এই মামলায় তার মক্কেলের পক্ষে যুক্তি পেশ করবে। তেমনই নির্দেশ দিয়েছে আদালত। আরজি কর হত্যাকাণ্ডের শিয়ালদহ আদালতে মামলার শুনানি দ্রুত শেষ হতে পারে বলেও আশা করা হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।