
রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল বাস। শুক্রবার সাত সকালেই বাস দুর্ঘটনায় কলকাতা সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী। আহতদের সকলকে দেগঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎশার জন্য। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় যাত্রীবাহী পাবলিক বাসটি নিয়ন্ত্রণ হারায় রাজারহাট-হাড়োয়া খালের ওপর। সেই সময়ই বাসটি খালের ওপরে থাকা রেলিং ভেঙে খাদে পড়ে যায়। বাসে সেই সময় ৫০ জন যাত্রী ছিল। বাসটি বেড়াচাঁপা থেকে করুনাময়ীর দিকে যাচ্ছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় পুলিশ যেতেই ঘিরে ধরে স্থানীয় বাসিন্দা আর যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ। দুর্ঘটনা এখানে নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের কথায় এলাকায় ট্রাফিক পুলিশও থাকে না সর্বদা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তার অবস্থা বেহাল। অন্যদিকে বাসটি তীব্রগতিতে যাচ্ছিল। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।