নিয়োগ প্রক্রিয়ানিয়ে আবারও বিপাকে স্কুল সার্ভিস কমিশন। গতকাল সুপ্রিম কোর্টের এবার দুটি হাইকোর্টের নির্দেশ অস্বস্তিতে ফেলে দিল রাজ্যের স্কুল সার্ভিক কমিশন বা SSC-কে।
নিয়োগ প্রক্রিয়ানিয়ে আবারও বিপাকে স্কুল সার্ভিস কমিশন। গতকাল সুপ্রিম কোর্টের এবার দুটি হাইকোর্টের নির্দেশ অস্বস্তিতে ফেলে দিল রাজ্যের স্কুল সার্ভিক কমিশন বা SSC-কে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দিয়েছেন।
25
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আজ, বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন SSCকে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত OMR শিট আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। নবম-দশম ও একাদশ-দ্বাদশ- সমস্ত শ্রেণির পরীক্ষার জন্য এই নির্দেশ কার্যকর বলেও জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। ১০ ডিসেম্বরের সমস্ত ওএমআর শিট SSC-র ওয়েবসাইটে আপডোল করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
35
দ্বিতীয় নির্দেশ
এখানেই শেষ নয়। ২০১৬ সালের প্যানেলেন মোয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছিলেন, তাদের নামের তালিকাও SSCকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে।
বুধবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল , SSC সংক্রান্ত সব মামলাই শুনবে কলকাতা হাইকোর্ট। সেই মতই এদিন মামলাগুলি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেখানেই অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের অযোগ্য প্রার্থী নিয়োগ সংক্রান্ত মামলাই সুপ্রিম কোর্ট নিজের হাতে রেখে বাকি সব মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে।
55
বিচারপতির প্রশ্ন আইনজীবীকে
বিচারপতি অমৃতা সিনহা এদিন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, 'আপনারা ওএমআর প্রকাশ করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দে নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রথম দিন থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিৎ। নয়তো পরে ফের অনিয়মের অভিযোগ উঠতে পারে।' তিনি আরও বলেছেন, অযোগ্য প্রার্থীদের কেউ যদি ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন তাহলে তাদের ভাগ্য হাইকোর্টের মামলার ওপর নির্ভর করবে।