'চাকরিহারাদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেওয়া হলো'? এসএসসি-কে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Published : Nov 27, 2025, 10:15 AM IST

Supreme Court On SSC Scam: এসএসসি আর বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিতর্ক কিছুতেই থামছে না স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায়। কী বলছে শীর্ষ আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
এসএসসি নতুন নিয়োগে সুপ্রিম প্রশ্ন

এসএসসি কাণ্ডে কিছুতেই অস্বস্তি কাটছে না রাজ্যের। ফের প্রশ্নের মুখে এসএসসি-র নতুন নিয়োগ পদ্ধতি। যা নিয়ে এবার প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। সূত্রের খবর, নতুন নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। চাকরিহারা যোগ্য শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেওয়া হল? প্রশ্ন তুলল শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ।

25
এসএসসি-কে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

আরও জানা গিয়েছে যে, নতুন পরীক্ষার্থীদের জন্য যেন চাকরিহারা যোগ্যদের কোনও বিপদ না হয়, সেদিকে নজর রাখতে সুপ্রিম কোর্টের তরফে স্কুল সার্ভিস কমিশনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। চিহ্নিত অযোগ্যরা কোনও ভাবেই নতুন পরীক্ষায় বসতে পারবে না। বলে ফের স্পষ্ট জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী, অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে মামলা সহ এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত মামাল কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। 

35
সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ কী?

এই বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, সম্পূর্ণ তথ‍্যসহ চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ বলে, ‘’'আমরা একবারের জন্যও বলেনি যে, নতুন পরীক্ষায় ফ্রেশারদের ইনক্লুড করতে।'' 

45
ডিভিশন বেঞ্চের নির্দেশ কী?

শুধু তাই নয়, ‘’আদালত শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় না বসতে পারে। এবং দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ ভাবে পরীক্ষা হয়। রাজ‍্য যখন ফ্রেশারদের পরীক্ষাও একসঙ্গে নিয়েছে, তখন সবটা তারাই বুঝবে। যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা যেন কোনওভাবেই সমস‍্যায় যেন না পড়ে।''

55
কলকাতা হাইকোর্টে ফিরল মামলা

বুধবার সুপ্রিম কোর্টের তরফে  এসএসসি সংক্রান্ত দুর্নীতি ও নিয়োগের যাবতকীয় মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে। এই বিষয়ে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস‍্যা কলকাতা হাইকোর্টই শুনবে । প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাঁদের সম‍স‍্যা জানাতে পারবেন। পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, সম্পূর্ণ তথ‍্যসহ চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয়, তার জন‍্য এদিন সওয়াল করেন রাজ্য, কমিশনের আইনজীবীরা। তবে এই বিষয়টিও হাইকোর্টের উপরই ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Read more Photos on
click me!

Recommended Stories