MGNREGA funds: রাজ্যে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা যাবে না, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

Published : Jun 18, 2025, 03:56 PM ISTUpdated : Jun 18, 2025, 04:22 PM IST

West Bengal’s MGNREGA funds: রাজ্যে দুর্নীতির অভিযোগে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ দেখা গিয়েছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে উত্তাপ বাড়ছে।

PREV
110
১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে ফের ১০০ দিনের কাজের টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে

পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। টাকা আটকে রাখতে পারবে না কেন্দ্র।

210
যে কোনও শর্তের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়ার আগে যে কোনও শর্ত জারি করতে পারে। কিন্তু টাকা দিতেই হবে।

310
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ ১০০ দিনের কাজ নিয়ে নির্দেশ দিয়েছে

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি দাসের ডিভিশন বেঞ্চ ১০০ দিনের কাজ নিয়ে এই নির্দেশ দিয়েছে। 

410
রাজ্যে ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে বেশ কিছুদিন ধরে বন্ধ টাকা

রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই কারণে প্রায় তিন বছর ধরে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।

510
১০০ দিনের কাজ যাঁরা করেছেন, দুর্নীতির মাধ্যমে তাঁদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে

রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই কারণেই টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার।

610
১০০ দিনের কাজের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার কথা থাকলেও, দুর্নীতির অভিযোগ উঠেছে

যাঁরা ১০০ দিনের কাজ করেছেন, তাঁদের পরিবর্তে অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

710
বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্রীয় সরকারকে ফের রাজ্যে ১০০ দিনের কাজের টাকা দিতে হবে

বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, রাজ্যে ১০০ দিনের প্রকল্প পুরোপুরি বন্ধ করে রাখা যাবে না। শর্ত চাপিয়ে হলেও টাকা দিতে হবে।

810
রাজ্যের ৪ জেলা বাদ দিয়ে বাকি জায়গায় ১০০ দিনের কাজ ফের শুরু হতে পারে

কলকাতা হাইকোর্ট বলেছে, প্রয়োজন হলে রাজ্যের যে চার জেলায় ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই জেলাগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ১০০ দিনের কাজ ফের শুরু করা হোক।

910
রাজ্যের ৪ জেলায় ১০০ দিনের কাজে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে

হুগলি, পূর্ব বর্ধমান, মালদা ও দার্জিলিং জেলায় ১০০ দিনের কাজে ৫০ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে।

1010
১০০ দিনের কাজের টাকা দিলেও, দুর্নীতি হচ্ছে কি না নজর রাখতে পারবে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, রাজ্যে ১০০ দিনের কাজে দুর্নীতি হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় সরকার। তবে রাজ্যের সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থে এই টাকা আটকে রাখা যাবে না।

Read more Photos on
click me!

Recommended Stories