মামলাকারীর আইনজীবী শঙ্কর বিশ্বাস জানিয়েছেন, নিয়ম অনুযায়ী এক জন কর্মচারী অবসর নেওয়ার পরে পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড-সহ অবসরকালীন টাকা পাওয়া উচিত। এ ক্ষেত্রে পুরসভা সময় মতো তাঁর মক্কেলের সার্ভিস বুক বানায়নি। ফলে তাঁর পেনশনের কাগজপত্র তৈরি ও অনুমোদনের কাজ চার বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে।