- Home
- West Bengal
- Kolkata
- SSC গ্রুপ সি মামলায় ৯০০০০ টাকার বন্ডে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, অপেক্ষা জেল মুক্তির
SSC গ্রুপ সি মামলায় ৯০০০০ টাকার বন্ডে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, অপেক্ষা জেল মুক্তির
Partha Chatterjee Bail: নিয়োগ দুর্নীতির আরও একটি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোধ্য়ায়। ৯০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিল সিবিআই বিশেষ আদালত। SSC গ্রুপ সি মামলায় জামিন পেলেন তিনি।

পুজোর আগেই জামিন!
২০২২ সালের পুজোর আগেই জেলবন্দি হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের দুর্গাপুজোর আগেই কি তাঁর বন্দিদশা ঘুচবে? তেমনই জল্পনা রাজ্যজুড়ে। SSC নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় জামিন পাচ্ছেন পার্থ। তাই এই প্রশ্ন ক্রমশই জোরালো হচ্ছেন।
আরও একটি মামলায় পার্থর জামিন
এসএসসি-র অশিক্ষক কর্মী বা গ্রুপ সি কর্মী নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে ৯০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে সিবিআই বিশেষ আদালত। মঙ্গলবার এই ঘোষণা হয়েছে। তাই পার্থের জেলমুক্তি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।
কাঁটা একটা
পার্থ চট্টোপাধ্য়ায়ের সামনে আর একটি মাত্র কাঁটা রয়েছে। সেটি হল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শেষ হয়েছে। রায়দান সংরক্ষণ করেছেন বিচারপতি। এই মামলাতে জামিন পেলেই জেল থেকে বেরুতে আর কোনও বাধা থাকবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের।
২০২২ সাল থেকেই জেলবন্দি পার্থ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ সাল পুজোর আগে থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। ২০২২ সালে কেন্দ্রীয় সংস্থা ইডি প্রথমে গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। সেই থেকেই তিনি জেলে রয়েছেন। যদিও আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন।
সিবিআই মামলায় জামিন
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই-এর একাধিক মামলা থেকেও জামিন পেয়েছেন পার্থ। চলতি মাসের শুরুতে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আলিপুরের বিশেষ সিবিআই সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জর করেছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে প্রাথমিক নিয়োগ মামলা।

