CBI তদন্তে কোথায় গাফিলতি? সুপ্রিম নির্দেশে নির্যাতিতার পরিবারের আবেদন নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর বিরুদ্ধে তদন্তে গাফিলতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)আবেদন করার কোনও অসুবিধা নেই। গত মঙ্গলবার এ কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবার 

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর বিরুদ্ধে তদন্তে গাফিলতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)আবেদন করার কোনও অসুবিধা নেই। গত মঙ্গলবার এ কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। আগামী সোমবার হাইকোর্টে নির্যাতিতার পরিবারের আবেদনের মামলার শুনানির হবে (RG Kar Junior Doctor Case)।

আরজি করে তরুণী চিকিৎসকের (RG Kar Doctor Death News) ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই-এর (CBI) বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনেছে নির্যাতিতার পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে মোটেও খুশি নন তাঁরা। তাঁদের দাবি, এখনও অনেক রহস্য উদঘাটন হয়নি। তাই বিস্তারিতভাবে সিবিআই নতুন করে গোটা ঘটনার তদন্ত করুক। এই আবেদন জানিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। কিন্তু সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় তখন নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে রাজি হননি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বাধ্য হয়ে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

Latest Videos

জানা গিয়েছে, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, নির্যাতিতার পরিবারের এই আবেদনের শুনানি করতে কলকাতা হাইকোর্টের (Kolkata News)

কোনও বাধা নেই। তারপরেই বৃহস্পতিবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার পরিবার। আগামী সোমবার তাঁদের আবেদনের শুনানি হবে বলে জানিয়ে দিলেন বিচারপতিদের তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

অন্যদিকে, মেয়ের হত্যাকাণ্ডের ঘটনার বিচার পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন (Supreme Court) আরজি করের নিহত নির্যাতিতা তরুণী ডাক্তারের বাবা-মা। এর আগে আরজি কর মামলা নিয়ে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নিহত তরুণীর মা-বাবা। CBI তদন্তে গাফিলতির প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। বদল করেছেন মামলার আইনজীবীও। সিবিআইয়ের নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে, তার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন আরজি করের নিহত তরুণীর বাবা-মা। নতুন করে যাতে তদন্ত শুরু করা যায়, সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তাঁরা।

আর সেই আবেদনে গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা একটি পিটিশন ফাইল করেন। আর তারপর গত ১৭ মার্চ শীর্ষ আদালতে সেই আবেদনের শুনানি হয়। সেদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর বিরুদ্ধে তদন্তে গাফিলতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)আবেদন করার কোনও অসুবিধা নেই। এবার নির্যাতিতা পরিবারেরে সেই আবেদন আগামী সোমবার কলকাতা হাইকোর্ট শুনবে বলে জানিয়ে দিলো।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী