Calcutta High Court: ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ, হলফনামা তলব আদালতের

Published : Jul 24, 2025, 11:06 AM IST

Calcutta High Court: ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক হেনস্থায় এবার কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

PREV
16
বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার নিয়ে কড়া পদক্ষেপ

বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে, নাকি আটক করা হয়েছে? সেই বিষয়ে এবার বিস্তারিত তথ্য হলফনামা আকারে আগামী ২৯ অগাস্ট পরবর্তী শুনানির দিন আদালতে জমা দিতে হবে ওড়িশা সরকারকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের। 

26
হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

আদালত সূত্রে খবর, বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকের মামলায় ওড়িশা সরকারের থেকে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। বুধবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

36
ওড়িশা সরকারের দাবিতে জল্পনা

সূত্রের খবর, বুধবার এই মামলার শুনানিতে হাইকোর্টে ওড়িশা সরকারের পক্ষে জানানো হয়, বাঙালি হলেই বা বাংলা ভাষায় কথা বলেই তারা এদেশে নাগরিক নয় বলে গ্ৰেফতার করা হচ্ছে বলে যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই রকম কাউকে গ্রেফতার করা হয়নি বলেও আদালতে জানায় ওড়িশা সরকার।

46
ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেলের কী বলল আদালতে?

এই বিষয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এদিন শুনানিতে ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেল পি আচার্য বলেন, ‘’পশ্চিমবঙ্গের মানুষ বাঙালিরা আমাদের ভাইয়ের মতো। তারা আমাদের প্রতিবেশী। তাই আমাদের বিরুদ্ধে এইসব অভিযোগ এনে বিভ্রান্ত করবেন না। আমাদের রাজ্যের প্রধান বিচারপতি ও একজন পশ্চিমবঙ্গের মানুষ। এখানে বাঙালি না অবাঙালি, এটা বিষয় নয়। তারা এ দেশের নাগরিক কিনা, সেটাই যাচাই করা হচ্ছে।''

56
পাল্টা ওড়িশা সরকারকে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এরপরই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বলেন, ‘’কতজন তামিল, কতজন গুজরাটিকে গ্রেফতার করেছেন, তা জানান? শুধুমাত্র বাঙালিদেরই কেন বেছে বেছে যাচাই করা হচ্ছে?'' কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই বিচারপতি তপব্রত চক্রবর্তী ওড়িশা সরকারের এজির কাছে জানতে চান, ‘’গ্রেফতার করা হয়েছে নাকি আটক করা হয়েছে তাহলে তা আদালতকে জানাতে হবে।'' 

66
মামলার পরবর্তী শুনানি কবে?

ওড়িশার এজি তখন আদালতে বলেন, ‘’কাউকে গ্রেফতার করা হয়নি। ফরেনার্স আইন অনুযায়ী, যাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হচ্ছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য যাচাই করা হচ্ছে। এটা আইন অনুযায়ী একটি ভেরিফিকেশন শুধুমাত্র।'' জানা গিয়েছে, আগামী ২৯ অগাস্ট আবারও এই মামলার পরবর্তী শুনানি। বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে, নাকি আটক করা হয়েছে, তা বিস্তারিত হলফনামা আকারে তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওড়িশা সরকারকে। 

Read more Photos on
click me!

Recommended Stories