দুর্গাপুজোয় কেন এতটাকা সরকারি অনুদান? ফের হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Published : Aug 04, 2025, 09:28 PM IST
Calcutta High Court  Chief Justice  Division Bench Observations of Public Interest Litigation over Durga Puja Donation  bsm

সংক্ষিপ্ত

Cal HC On Durga Puja: বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা। কী দাবি মামলাকারীর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Cal HC On Durga Puja: হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই পড়ে যাবে ঢাকের পিঠে। শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যা নিয়ে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল সজ্জার কাজ। আর এরই মধ্যে দুর্গাপুজো নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। তবে ঠিক দুর্গাপুজো নিয়ে নয়। রাজ্য সরকারের তরফে দেওয়া দুর্গা পুজোর অনুদানে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা।

কে করলেন মামলা?

সূত্রের খবর, সৌরভ দত্ত নামের দুর্গাপুরের বাসিন্দা ওই ব্যক্তি এদিন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। মামলাকারীর দাবি, সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে? সেই নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন ওই ব্যক্তি। যদিও এর আগে ২০১৯ সালেও মামলা করেছিলেন তিনি। সেই সময়ও তার মামলা রাজ্যের কাছে ধোপে টেকেনি।

জানা গিয়েছে, গত বছরও সৌরভ দত্তই মামলা করেছিলেন। সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয় আদালতে। কবে শুনানি হবে, তা এখনও জানা যায়নি। ২০২৪-এর আগেও এই সংক্রান্ত মামলা হয়েছে। ২০২২-এ শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট। তবে অনুদান দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। এদিকে গত বছর ৩৬৫ কোটি টাকা খরচ হয়েছিল এই অনুদান খাতে, এবার প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে। সেই টাকা নিয়েই উঠেছে প্রশ্ন।

গত ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে পুজো কমিটিদের সঙ্গে বৈঠক করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। যা একলাফে বৃদ্ধি পেয়েছে প্রায় ৯০০ শতাংশ। রাজ্যে যেখানে বেহাল অবস্থা রাস্তার। কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে বলে কোনও কাজ করতে পারছে না রাজ্য সরকার। প্রতিদিনই এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে পুজোর সময় ক্লাবগুলিকে কী করে এতটাকা অনুদান দিতে পারে রাজ্য? খুব স্বাভাবিক ভাবেই তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও সৌরভ দত্তের করা মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

অন্যদিকে, এবার দুর্গা পূজোর উৎসবে সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোষণা নদীয়ার রানাঘাটে চারের পল্লী দুর্গা পুজো কমিটির। পরপর এই নিয়ে দু'বছর ধরে তারা সরকারি অনুদান ছাড়াই দুর্গোৎসব করছেন। জানা গিয়েছে, এবারে দুর্গো উৎসবে সরকারি অনুদান হিসাবে এক লক্ষ দশ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের দুর্গা উৎসব উপলক্ষে বরাদ্দ টাকা না নিয়ে প্রতিবাদ রানাঘাটের চারের পল্লী দুর্গা পূজা কমিটির। আর এই পুজো কমিটির এই প্রতিবাদে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

পুজো কমিটির সেক্রেটারি ও সদস্যরা জানান, রাজ্যে এখনও ধর্নায় বসে রয়েছে ডি.এ প্রাপক, চাকরি প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের চাকরি না দিয়ে কীভাবে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে সরকারি কোষাগার লুণ্ঠিত করছে। তাই তারা এবছর সরকারি অনুদান হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা ছাড়াই পুজো করবেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কটাক্ষের সুর রাজ্য সরকারের এই পুজো উপলক্ষে অনুদানকে নিয়ে। বিজেপির এই কটাক্ষের পালটা কটাক্ষ তৃণমূলের। পুজোর অনুদানের টাকা না নেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা