টাকা দিয়ে হাউসস্টাফ আরজি করে? আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপের বিরুদ্ধে বড় অস্ত্র CBI

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআই-এর হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

 

Saborni Mitra | Published : Nov 26, 2024 5:09 PM
111
আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি-কাণ্ডের তদন্ত করছে।

211
হাউস স্টাফশিপ নিয়ে দুর্নীতি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এই হাসপাতালে হাউস স্টাফশিপ নিয়ে দীর্ঘ দিন ধরেই দুর্নীতি চলছে। সন্দীপ ঘোষ অধ্যক্ষ হওয়ার আগে থেকেই এই দুর্নীতি চলছে।

311
সন্দীপ জেলে

আরজি কর মেডিক্যাল কলেজ আর্থিক দুর্নীতি ও তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডের প্রমান লোপাটের অভিযোগে সন্দীপ বর্তমানে জেলবন্দি।

411
সিবিআই সূত্রের খবর

সিবিআই সূত্রের খবর এমবিবিএস-এর পরে হাউস স্টাফশিপ করার জন্য যে কটি আসনের অনুমোদন রয়েছে তার থেকেও বেশি আসনে জুনিয়র চিকিৎসকদের সুযোগ দেওয়া হত।

511
অর্থের বিনিময় সুযোগ

সিবিআই সূত্রের খবর অর্থের বিনিময় কেউ সুযোগ পেতেন।

611
প্রভাবশালীদের পরিচিতি

সিবিআই সূত্রের খবর, প্রভাবশালীদের পরিচিতদের সেই সুযোগ দেওয়া হয়েছে।। সবদিক খতিয়ে দেখছে সিবিআই।

711
হাউসস্টাফের জন্য অনুমোদিত আসন

সিবিআই সূত্রের খবর হাউস স্টাফের জন্য অনুমোদিত আসনসংখ্যা ১০৫। তবে সুযোগ দেওয়া হয়েছে প্রায় ১১৭ জনকে। ১২টি আসন বাড়তি।

811
বাড়িতেদের সুযোগ

সিবিআই সূত্রের খবর মূলত কার্ডিওলজি বিভাগেই হাউস স্টাফের সংখ্যা হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছিল।

911
নথির দাবি

সিবিআই সূত্রের খবর এই বিষয়ে তদন্তের জন্য প্রয়োজনীয় নথি চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা।

1011
জিজ্ঞাসাবাদ

ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

1111
আরজি কর তদন্ত

আরজি কর মেডিক্যাল কলেজে গত ৯ অগস্ট এক চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই আবহে ওই হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগও প্রকাশ্যে আসে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই অভিযোগেরও তদন্ত করছে সিবিআই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos