RG Kar Doctor Case: সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত! আরজি কর মামলায় আদালতে বিস্ফোরক CBI

Published : Mar 28, 2025, 04:43 PM IST
RG Kar Medical College hospital doctor murder and rape case Verdict Sealdah court convicts civic volunteer bsm

সংক্ষিপ্ত

RG Kar News: আরজি করের ধর্ষণ খুনের ঘটনায় শিয়ালদহ আদালতে (Sealdah Court) তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ সিবিআইয়ের (CBI)। শুক্রবার সিবিআই রিপোর্টে উল্লেখ ২৪ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। বিস্তারিত জানুন…         

RG Kar News: আরজি করের ধর্ষণ খুনের ঘটনায় শিয়ালদহ আদালতে (Sealdah Court) তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ সিবিআইয়ের (CBI)। শুক্রবার সিবিআই রিপোর্টে উল্লেখ ২৪ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও মোবাইল ফোনের সিডিআর অ্যানালাইস করেছেন তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে শুক্রবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) সিবিআইয়ের পেশ করা তদন্তের রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতা নিহত তরুণীর পরিবার (RG Kar Junior Doctor Case)। মৃত চিকিৎসক তরুণীর পরিবারের আইনজীবীর দাবি, গণধর্ষণ নিয়ে তাঁরা যে তথ্য চেয়েছিল তা নিয়ে কোনও কিছুই উল্লেখ নেই সিবিআইয়ের (CBI) এই তদন্ত রিপোর্টে।

জানা গিয়েছে, এই মামলার তদন্তের অগ্রগতিতে সিবিআইয়ের তরফে আরজি কর (RG Kar Hospital Case) হাসপাতালের বেশকিছু সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি থাকায় নিম্ন আদালতে কেস ডাইরি পেশ করতে পারছি না। শুক্রবার শিয়ালহত আদালতে এই বিষয়ে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। তবে মৃত তরুণীর পরিবারের আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয় যে, আগামী ১৫ দিন পর আবারও তদন্তের অগ্রগতির রিপোর্ট দিক সিবিআই (CBI Investigation)।

নির্যাতিতার পরিবারের আইনজীবীর আরও দাবি, সিবিআই শুধু বলছে তদন্তের অগ্রগতি হচ্ছে। এভিডেন্স টেম্পার, এই ঘটনা ঘটানোর পিছনে আর কেউ রয়েছে কিনা, কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কী না তা জানতে আরও তদন্ত করুক সিবিআই। এমনকি পরবর্তী তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য শিয়ালদহ আদালতে সওয়াল করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। এদিকে মেয়ের হত্যাকাণ্ডের বিচার এখনও অধরা। আট মাস ধরে এই মামলা চলছে বলেও এদিন আদালতে জানান আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা। যদিও সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি নির্যাতিতার বাবাকে বলেন, 'আর একটু ধৈর্য ধরুন'।

অন্যদিকে, আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নি়র্দেশ দেয় শিয়ালদহ আদালত। সেই নির্দেশের পর আদালতে সিবিআই জানায়, আরজি কর মামলার তদন্ত তারা চালিয়ে যেতে চান। সেই মতত মামলার অগ্রগতি কতটা হয়েছে তা জানতে চাই আদালত। আর সেই তদন্তের স্টেটাস রিপোর্টই এদিন আদালতে জমা দেয় CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের রিপোর্টে মূলল যে তিনটি বিষয় উঠে এসেছে সেগুলি হল- আরজি কর কাণ্ডে নতুন করে তিনজনের নাম উঠে আসছে। যদিও তাঁদের পরিচয়, তাঁরা কোন হাসপাতালের সঙ্গে যুক্ত সেই বিষয়ে কোনও কিছুই স্পষ্ট করে আদালতে জানায়নি সিবিআই। নার্স ও হাসপাতালে সেদিন ডিউটিরত পুলিশ মিলিয়ে মোট ২৪ জন সাক্ষীর নতুন করে বয়ান রেকর্ড করা হয়েছে। আরজি কর কাণ্ডে জামিন পাওয়া হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি কোনও ভাবে ঘটনার তথ্যপ্রমাণ নষ্ট করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আগামী ১৬ এপ্রিল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় ২৮ এপ্রিল ফের সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছে আদালত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের