সোমবার সকালে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআইয়ের টিম। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার সূত্রেই তাকে এদিন ফের জেরা করা হবে বলে জানিয়েছে সিবিআই।
জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কান্ডে সুজয়কৃষ্ণ ভদ্র, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। এই জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে নয়া তথ্য। ইডি জানিয়েছে, ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিং-এর সঙ্গে হুবহু মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর।। আর তারপর থেকে বিপদ বেড়েছে নিয়োগ দুর্নীতি মামালায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর।
সোমবার সকালে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআইয়ের টিম। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার সূত্রেই তাকে এদিন ফের জেরা করা হবে বলে জানিয়েছে সিবিআই। এর আগে শনিবার ‘কাকু’র পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্রীয় এজেন্সি জেরা করে।
সিবিআই সূত্রে খবর, আগেই জেরায় অয়ন শীল জানিয়ে ছিল, কুন্তল ঘোষের নির্দেশেই পার্থ ঘনিষ্ঠ সন্তু বন্দ্যোপাধ্যায়কে ২৬ কোটি টাকা দিয়েছিলেন তিনি। এই বিপুল পরিমান এই টাকা কোথায় গেল সেই বিষয়েই শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা যায়।
উল্লেখ্য, প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ মে ১১ ঘণ্টা জেরার পর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলে কম, হাসপাতালেই বেশি থেকেছেন কালীঘাটের কাকু। আগেই বাইপাস সার্জারি হয়েছে কাকুর। বুকে পেসমেকার বসানো আছে। এছাড়াও আরও একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। অসুস্থতার অজুহাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা বারবার পিছিয়ে যায়। শেষপর্যন্ত এ বছরের ৩ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পাঠানো হয় কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে।
চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।