আরজি কর হাসপাতাল কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে কলকাতা পুলিশের এক এএসআই-এর যোগাযোগ ছিল বলে সিবিআই সূত্রের খবর। সিবিআই জানতে চাইছে কেন একজন সিভিক ভলান্টিয়ারকে পুলিশ বিশেষ সুবিধা দিচ্ছিল।
কলকাতা পুলিশের এএসআই। আরজি কর হাসপাতাল কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে সিবিআই সূত্রের খবর।
212
সিজিওতে জেরা
মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে সিবিআই ডেকে পাঠায়। তাঁকে দীর্ঘ সময় জেরাও করা হয়েছে।
312
সূত্রের খবর
বাইক থেকে পুলিশ ব্যারাক- সর্বত্রই বিশেষ সুবিধে পেত সঞ্জয় রায়। সেই সুবিধে তাঁকে দিত কলকাতা পুলিশের এএসআই অনুর দত্ত, তেমনই বলছে সূত্র।
412
প্রশ্ন কেন এই সুবিধে
কিন্তু কেন একজন সিভিক ভালান্টিয়ারকে এই বিশেষ সুবিধে দিয়েছিল কলকাতা পুলিশ। তারই উত্তর খুঁজছে সিবিআই। সেই কারণেই জেরা।
512
অনুপকে তলবের কারণ
সিবিআই সঞ্জয় রায়ের ঘটনিষ্টদের সঙ্গে কথা বলছে। তাদের জেরা করেছে। আর ঠিক সেই কারণেই তলব করা হয়েছিল অনুপ দত্তকে।
612
সঞ্জয় রায়
আরজি কর হাসপাতালে চিকিৎসকে ধর্ষণ-খুনকাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় হাসপাতালের কর্মী নয়। সূত্রের খবর পুলিশের বড়কর্তার ঘনিষ্ট হওয়ায় তার অবাধ যাতায়াত ছিল আরজি কর-সহ কলকাতার একাধিক সরকারি হাসপাতালে। সেই ব্যক্তি কী অনুপ দত্ত- ডানার চেষ্টা করছে সিবিআই।
712
সঞ্জয়ের কুকীর্তি
পুলিশ সূত্রের খবর জেরায় সঞ্জয় রায় বলেছিল,'আপনি চাইলে আমাকে এখুনই ফাঁসি দিয়ে দিন।' রীতিমত স্বাভাবিক রয়েছে সঞ্জয়। পুলিশ সূত্রের খবর সঞ্জয়ের মোবাইলফোনে ছিল প্রচুর পর্ণোগ্রাফি। পর্নোগ্রাফি দেখা তার নেশা ছিল বলেও অনুমান তদন্তকারী পুলিশ কর্মীদের।
812
সঞ্জয়েকে জেরে
সঞ্জয়েকেও দীর্ঘ সময় জেরা করে সিবিআই। তাঁর মনস্তত্ত্ব জানতে দিল্লি থেকে বিশেষ আধিকারিক আনা হয়েছে। তারাও কথা বলেছে বলে সূত্রের খবর।
912
প্রাথমিক অনুমান
প্রাথমিক অনুমান আরজি করের তরুণী চিকিৎসককে নিখুঁত পরিকল্পনা করেই খুন করা হয়েছে। কিন্তু কোথায় খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে তা খুঁজছে সিবিআই।
1012
সঞ্জয়ের ঠান্ডা মাথা
তবে নৃশংস খুন আর ধর্ষণের পরেও সঞ্জয় রায় ছিল স্বাভাবিক। শান্তভাবে হাসপাতাল ছেড়ে বাড়ি গিয়েছিল। সেখানে গিয়ে সাবধানে সব প্রমাণ লোপাটের চেষ্টা সে করে। জামাকাপড় পরিষ্কার করে ধুয়ে ফেলে। কিন্তু জুতোর রক্তের দাগ ধুতে ভুলে গিয়েছিল সঞ্জয়। এটাই অবাক করছে সিবিআইকে।
1112
সঞ্জয় গিয়েছিল যৌন পল্লিতে
সিবিআই সূত্রের খবর ঘটনার দিন রাতেই সঞ্জয় চেতলার একটি যৌন পল্লিতে গিয়েছিল।
1212
মহিলাকে উত্যক্ত করেছিল
অভিযোগ উঠেছিল হাসপাতালে ঢোকার আগে সঞ্জয় রায় এক মহিলাকে যৌন হেনস্থা করেছিল। রাস্তাতেই এই ঘটনা ঘটে।