আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডের তদন্ত এখনও করছে সিবিআই। সোমবার শিয়ালদহ আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা।
210
CBI রিপোর্ট
সিবিআই শিয়ালদহ আদালতে রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে তারা দ্রুত অতিরিক্ত চার্জশিট পেশ করবে।
310
সিবিআই-এর দাবি
সিবিআই আদালতে জানিয়েছে এই মুহূর্ত তাদের কাছে তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ফোনের সিম।
410
সিম ফেরত নয়
সিবিআই আদালতে জানিয়েছে এখনই তারা অভিজিৎ মণ্ডলের সিম ফেরত দেবে না। তদন্তে জন্যই এই সিদ্ধান্ত।
510
অভিজিৎ মণ্ডল
তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পরই তাঁর সিমকার্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু সেই সিম এখনও ফেরত দেওয়া হয়নি। যদিও জামিনে মুক্ত রয়েছে অভিজিৎ।
610
সিম কার্ড ফেরত পাওয়ার আবেদন
অন্যদিকে সিম কার্ড ফেরত পাওয়ার জন্য আদালতে আবেদন জনিয়েছিলেন অভিজিৎ মণ্ডল। তাতেই সিবিআই জানিয়েছে আপাতত তারা সিম কার্ডটি দেবে না।
710
সিবিআই আইনজীবী
আদালতে সিবিআই আইনজীবী জানিয়েছেন, সিম কার্ডটি বর্তমানে তদন্তের জন্য সবথেকে উল্লেখযোগ্য উপাদান।
810
আরজি কর তদন্ত
আরজি কর তদন্তে আগেই একটি চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেখানে সঞ্জয় রায়কেই একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছিল। অতিরিক্ত চার্জশিটে নাম ছিল আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ওসি অভিজিতের। কিন্তু প্রমাণের অভাবে জামিন পেয়ে যায়।
910
নির্যাতিতার পরিবারের ক্ষোভ
আরজি করের নির্যাতিতার পরিবার দাবি করেছিল আদালত, যে গোটা ঘটনা একা সঞ্জয়ের পক্ষে ঘটান সম্ভবই নয়। আর সেই কারণে সঞ্জয়ের ফাঁসিরও বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল দোষীদের সকলকেই সাজা দিতে হবে।
1010
নির্যতিতার পরিবারের আবেদন
আরজি করের নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছিল তারা তদন্ত সম্পর্কে কিছুই জানতে পারছে। তারই ভিত্তিতে আদালতের নির্দেশেই তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই।