শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI

Published : Dec 11, 2025, 06:55 PM IST
Sheikh Shajahan

সংক্ষিপ্ত

শেখ শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগের তদন্তের রিপোর্ট জমা করেছে সিবিআই। তেমনই শোনা যাচ্ছে একটি সূত্র মারফত। সূত্রের খবর সিবিআই-এর রিপোর্টে বলা হয়েছে জমি দখল সংক্রান্ত অভিযোগের মধ্যে প্রায় ৩০০০ অভিযোগের যথাযথ তথ্য প্রমাণ রয়েছে।

শেখ শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগের তদন্তের রিপোর্ট জমা করেছে সিবিআই। তেমনই শোনা যাচ্ছে একটি সূত্র মারফত। সূত্রের খবর সিবিআই-এর রিপোর্টে বলা হয়েছে জমি দখল সংক্রান্ত অভিযোগের মধ্যে প্রায় ৩০০০ অভিযোগের যথাযথ তথ্য প্রমাণ রয়েছে।

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান

সন্দেশখালির বেতাজ বাদশা ছিলেন শেখ শাহজাহান। স্থানীয় বাসিন্দাদের কথায় জমি দখলের ক্ষেত্রে শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে এলাকায় শাহজাহান বাহিনী কাজ করতেন। এমনই প্রমাণ মিলেছে অনুসন্ধানে। জোর করে জমি দখলের অভিযোগের সারবত্তা রয়েছে। এই মর্মে কলকাতায় হাইকোর্টে অনুসন্ধান রিপোর্ট পেশ করেছে সিবিআই।

সূত্রের খবর তদন্তাকারীরা প্রায় তিন হাজার অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তারপরই এই রিপোর্ট জমা পড়েছে। তারমধ্যে অধিকাংশ তথ্যই কলকাতা হাইকোর্টে জমা পড়েছে বলে সূত্রের খবর। যদি জমি দখলের অনুসন্ধান রিপোর্টের সত্যতা আদালতে প্রমাণিত হয়। তাহলে শাহজাহানের বিপদ আরও বাড়তে পারে। জামিন পেতেও সমস্যা হতে পারে।

২০২৪ সালে শাহজাহানের বিরুদ্ধে মূলত রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল ইডি। সেখানেই ব্যাপক বাধার মুখে পড়তে হয়। সেই থেকে শুরু। তারপরই সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালির তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান। যদিও জমি দখল-সহ একাধিক অভিযোগে উঠতে শুরু করে। তারই তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ শুরু করেছিল সিবিআই।

যদিও সম্প্রতি আবার নতুন বিতর্কে জড়িয়েছেন শেখ শাহজাহান। তাঁর একাধিক ঘটনার সাক্ষী ভোলা ঘোষ। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। এই ঘটনার শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, জেলে বসেই সাক্ষীকে হত্যার কলকাঠি নেড়েছে শেখ শাহজাহান। শাহজাহানকে বাংলার বাইরে নিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলায় সপ্তম বেতন কমিশন এই ডিসেম্বরেই? ২৬-এর ভোটের আগে বেশ বেকায়দায় নবান্ন
Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট