খরচ হবে রাজ্যের, সুনাম কুড়োবে কেন্দ্র- রেশন ডিলারদের টাকা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা

রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দায়ভার কেন্দ্র সরকার রাজ্যের উপর ছেড়ে দিয়েছে। কেন্দ্রের মতে, কমিশন বাড়ানোর আর্থিক দায়ভার রাজ্যের বহন করা উচিত। এই সিদ্ধান্তের ফলে ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি জোরদার হয়েছে এবং আন্দোলনের সম্ভাবনা দেখা দিয়েছে।
Sayanita Chakraborty | Published : Dec 30, 2024 2:26 PM / Updated: Dec 30 2024, 02:54 PM IST
115

প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের নামকরণের পরও না। কমিশনের বাড়তি হোঝা রাজ্যেরই কাঁধে চাপাল কেন্দ্র। কথা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রসঙ্গে।

215

রেশন ব্যবস্থার সফল রূপায়ণে যে ডিলাররা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের কমিশন বৃদ্ধির জন্য কোনও রকম অতিরিক্ত আর্থিক দায় নিতে রাজি নয় কেন্দ্র।

315

সম্প্রতি সংসদেই সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কমিশন বাড়াতে হলে সেটা রাজ্য সরকারগুলোকেই করতে হবে।

415

পাশাপাশি এও জানানো হয়েছে, কেন্দ্র এখন রেশন ডিলারদের কমিশন বাড়ানোর বিষয় বিবেচনা করছে না।

515

কেন্দ্রীয় মন্ত্রী এ প্রসঙ্গে জানান, ডিলারদের কমিশন, ভাতা হিসেবে কত টাকা পারে তা ঠিক করার ব্যাপারে কেন্দ্রে কোনও ভূমিকা নেই।

615

জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কেন্দ্রের ভূমিকা সীমাবদ্ধ রয়েছে রাজ্যে খাদ্যসামগ্রী পাঠানোর খরচ ও কমিশনের একটা অংশ দেওয়ার মধ্যে।

715

ডিলাররা কত টাকা পাবে সেটা রাজ্য সরকার ঠিক করতে পারে। যে পরিমাণ টাকা নির্ধারিত তার অতিরিক্ত ডিলারদের দিলে অসুবিধা নেই। 

815

কিন্তু, এই অতিরিক্ত আর্থিক দায় পুরোটাই রাজ্যকে নিতে হবে।

915

আইন অনুসারে, ডিলারদের কমিশন শেষ ২০২১ সালের মার্চে টাকা বাড়িয়েছিল। 

1015

ই সময় পশ্চিমবঙ্গের মতো সাধারণ শ্রেণির রাজ্যগুলোতে প্রতি কুইন্টাল খাদ্যশস্যের জন্য ডিলারদের কমিশন ৭০ থেকে বাড়িয়ে ৯০ টাকা করা হয়।

1115

ই পস যন্ত্র ব্যবহারের জন্য বিশেষ কমিশন ১৭ টাকা থেকে বাড়িয়ে২১ টাকা করে। তবে, এর বাইরেও পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে রেশন পরিষেবার জন্য ডিলারদের প্রতি কুইন্টালে অতিরিক্ত ৭৫ টাকা কমিশন দেয়।

1215

তাছাড়াও ৫ হাজার টাকা বিশেষ অনুদান দেয়। কোনও কোনও রাজ্যে দুয়ারে সরকারের মতো প্রকল্প না থাকলেও কিছু রাজ্যে অতিরিক্ত কমিশন দিয়ে থাকে। 

1315

কুইন্টালে ২০০ টাকা পর্যন্ত কমিশন দেয়। সর্বভারতীয় স্তরে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি জোরদার হয়েছে।

1415

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, কেন্দ্র কমিশন না বাড়ালে তারা নতুন বছরে বড় মাপের আন্দোলনে নামবেন। 

1515

অথচ কেন্দ্র এ বিষয় ভাবনা চিন্তা করতেই নারাজ। সদ্য এমনই খবর এল প্রকাশ্যে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos