তিন জোড়া অতিরিক্ত মেট্রো চলবে বর্ষবরণের রাতে, জেনে নিন সময় সূচি, কখন-কোথা থেকে ছাড়বে মেট্রো?

নববর্ষ উপলক্ষে ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে তিনটি করে বিশেষ মেট্রো ছাড়বে। বাকি সব লাইনের মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
Sayanita Chakraborty | Published : Dec 30, 2024 11:40 AM
110

আগামী কাল ২০২৪-কে বিদায় জামিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এই দিন অনেকই ভিড় জমান পার্ক স্ট্রিটে।

210

বছরের শেষ দিনটা সকলেরই থাকে নানান পরিকল্পনা। আর এই দিনে যাতে কারও কোনও সমস্যা না হয় তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

310

এবার বর্ষবরণের রাতে ব্লু (নীল) লাইনে চলবে অতিরিক্ত তিন মেট্রো। তিন মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর স্টেশন থেকে। ছযাবে কবি সুভাষ পর্যন্ত।

410

আর অন্য তিনটি মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে। যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর বাকি সূচি অপরিবর্তিত থাকছে বলে জানা গিয়েছে।

510

অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটা দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাব থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে।

610

দ্বিতীয় বিশেষ মেট্রো পরিবেষা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ১০টা ৩ মিনিটে। কবি সুভাব থেকে ছাড়বে ১০টা ১০ মিনিটে।

710

তৃতীয় বিশেষ মেট্রো পরিবেষা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ১০টা ১৮ মিনিটে। কবি সুভাব থেকে ছাড়বে ১০টা ২৫ মিনিটে।

810

রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়ূবে।

910

বর্ষবরণের দিন গ্রিন (সবুজ) লাইন ১, গ্রিন (সবুজ), পার্পল (বেগুনি) লাইন এবং অরেঞ্জ (কমলা) লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।

1010

বর্ষবরণের দিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে এমনটাই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos