আগামী কাল ২০২৪-কে বিদায় জামিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এই দিন অনেকই ভিড় জমান পার্ক স্ট্রিটে।
বছরের শেষ দিনটা সকলেরই থাকে নানান পরিকল্পনা। আর এই দিনে যাতে কারও কোনও সমস্যা না হয় তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
এবার বর্ষবরণের রাতে ব্লু (নীল) লাইনে চলবে অতিরিক্ত তিন মেট্রো। তিন মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর স্টেশন থেকে। ছযাবে কবি সুভাষ পর্যন্ত।
আর অন্য তিনটি মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে। যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর বাকি সূচি অপরিবর্তিত থাকছে বলে জানা গিয়েছে।
অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটা দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাব থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে।
দ্বিতীয় বিশেষ মেট্রো পরিবেষা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ১০টা ৩ মিনিটে। কবি সুভাব থেকে ছাড়বে ১০টা ১০ মিনিটে।
তৃতীয় বিশেষ মেট্রো পরিবেষা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ১০টা ১৮ মিনিটে। কবি সুভাব থেকে ছাড়বে ১০টা ২৫ মিনিটে।
রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়ূবে।
বর্ষবরণের দিন গ্রিন (সবুজ) লাইন ১, গ্রিন (সবুজ), পার্পল (বেগুনি) লাইন এবং অরেঞ্জ (কমলা) লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
বর্ষবরণের দিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে এমনটাই।