প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই মৃত্যুর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক। এরপর তিনি বেসরসাকির ওই সংস্থাকে তোপ দেগে বলেন, এখানে ব্যবসা করছে। আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে। আর এখানে আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।