AMIT SHAH: কলকাতায় অমিত শাহ, ২টি পুজো উদ্বোধনের সঙ্গে এবার গন্তব্য কালীঘাটও

Published : Sep 25, 2025, 07:13 PM IST

Amit Shah at Kolkata: দুর্গা পুজোর উদ্বোধন করতে বৃহস্পতিবারই রাতেই কলকাতায় পৌঁছাবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর সফরসূচীতে বেশ কিছু পরিবর্তন হয়েছে।

PREV
15
কলকাতায় অমিত শাহ

দুর্গা পুজোর উদ্বোধন করতে বৃহস্পতিবারই রাতেই কলকাতায় পৌঁছাবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর সফরসূচীতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তিনি ২টি পুজোর উদ্বোধন করবেন। তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন।

25
পুজো উদ্বোধন

বিজেপি সূত্রে পাওয়া খবর, তিনটি পুজো উদ্বোধনের কথা থাকলেও এবার তিনি দুটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন। একটি সন্তোষ মিত্র স্কোয়ার। এটি বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত। দ্বিতীয় পুজো হল বিধাননগরের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র EZCCতে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত পুজো। বকলমে এটি রাজ্য বিজেপির দুর্গাপুজো বলে পরিচিত। এবারের উদ্যোক্তা রুদ্রনীল ভট্টাচার্য।

35
অমিত শাহের সফরসূচিতে বদল!

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সফরসূচিতে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। প্রথমে ঠিক ছিল তিনি কলকাতায় এলে তিনটি পুজোর উদ্বোধন করবেন। কিন্তু পরে জানা যায় তিনি মাত্র ২টি পুজোর উদ্বোধন করবেন। আর দক্ষিণেশ্বরের পরিবর্তে যাবেন কালীঘাটে।

45
অমিত শাহের সফরসূচি

বৃহস্পতিবার বিকেলে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে অমিত শাহ কলকাতায় নামবেন। শুক্রবার ১১টা নাগাদ সন্তোষমিত্র স্কোয়ারে যাবেন। সেখানে উদ্বোধনের পর প্রতিমার উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করবেন ও প্রদীপ জ্বালাবেন। তারপরে যাবেন অনুষ্ঠান মঞ্চে। সেখান সংবর্ধনা গ্রহণ করবেন। সবমিলিয়ে ১৫-২০ মিনিটের অনুষ্ঠান।

55
কালীঘাটে অমিত শাহ

তারপরই তিনি বেলা সাড়ে ১১টা নাগাদ যাবেন কালীঘাটের মন্দিরে। সেখানে পুজো দিয়ে সরাসরি চলে যাবেন বিধাননগরে। সেখানে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করবেন। এখানেও সংক্ষিপ্ত অনুষ্ঠান রয়েছে। তিনি চাইলে একাই ভাষণ দেবেন। তবে ৫ মিনিটের একটি নৃত্যের অনুষ্ঠান রয়েছে। তারপরই তিনি সেখান থেকে বেলা ১২.৩০ মিনিটেই রওনা দেবেন বিমানবন্দরের উদ্দেশ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories