খোলা বাজারে মুরগির মাংস বিক্রি বন্ধ হতে পারে! নির্দেশিকা জারি করতে পারে কলকাতা পুরসভা

খোলা বাজারে মুরগির মাংস বিক্রির দোকান থেকে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। দোকানগুলি থেকে উৎকট গন্ধ এবং মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কলকাতা পুরসভা শীঘ্রই নির্দেশিকা জারি করতে পারে।
Deblina Dey | Published : Jan 18, 2025 8:37 AM
19

খোলা বাজারে মুরগির মাংস বিক্রি বন্ধ হতে পারে! এমনটা জানা গিয়েছে। কারণ খোলা বাজারে এমন দোকানগুলো থেকে দূষিত হচ্ছে পরিবেশ।

29

প্রথমত এই মাংসের দোকানগুলো থেকে উৎকট গন্ধ এবং সেই সঙ্গে বৃদ্ধি পায় মশা ও মাছির উপদ্রব। 

39

তাই এই নির্দেশিকা আর কয়েকদিনর মধ্যেই জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।

49

বিজেপি কাউন্সিলার মীনাদেবী পুরোহিত এই বিষয় নিয়ে কলকাতা পুরোসভায় ইতিমধ্যেই বিষয়টি তুলে ধরেছেন। 

59

তাই কয়েকদিনের মধ্যেই কলকাতা পুরসভা এই বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।

69

এই সমস্যার বিষয়ে সহমত জানিয়েছেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। 

79

তিনিও জানিয়েছেন প্রায় প্রতিটি মুরগির মাংস বিক্রির দোকান খুবই অপরিষ্কার। এর ফলে পরিবেশে দূষণ হচ্ছে।

89

খাসির মাংসের দোকানগুলো তুলনামূলক ভাবে পরিষ্কার। অনেক দোকান আবার কাঁচ দিয়েও ঘেরা। ফলে গন্ধ ও দূষণের সম্ভবনা কম।

99

কিন্তু মুরগির মাংসের দোকান পরিষ্কার এমন দোকান হাতে গোনা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos