বদল হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম, দেখে নিন কারা এবার থেকে পাবেন ভাতার টাকা?

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে বদল। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা যারা সরকারি সুবিধা পান না এবং অন্য কোনও চাকরি করেন না, কেবল তারাই এখন এই ভাতা পাবেন। এছাড়াও সিঙ্গেল অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
Sayanita Chakraborty | Published : Jan 17, 2025 10:33 PM
112

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজসেবা মূলক প্রকল্প এনেছেন। এই সকল প্রকল্পে উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে।

212

লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে তরুণের প্রকল্পের মতো নানান প্রকল্প এনেছেন মমতা সরকার।

312

এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

412

সদ্য বদল হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম, দেখে নিন কারা এবার থেকে পাবেন ভাতার টাকা

512

আপনার বয়স যদি ২৫ থেকে ৬০-র মধ্যে হয় তবেই আপনি আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য।

612

লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট।

712

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকলে কিংবা KYC দেওয়া না থাকলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

812

তেমনই যে সকল মহিলারা সরকারি কোনও সুবিধা পান না এবং অন্য কোনও চাকরি করেন না কেবল তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।

912

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য। বর্তমানে এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে কড়াকড়ি।

1012

১৬ দফা নিয়ম মেনে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা।

1112

প্রতিমাসে সাধারণ জাতির মহিলার ১০০০ এবং তপসিলি মহিলারা ১২০০ টাকা করে পান এই প্রকল্পে।  

1212

শোনা যাচ্ছে, এবার বাড়তে পারে ভাতার টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos