
West Bengal Assembly: ২০০৬ সালে বিধানসভায় (West Bengal Assembly) তাঁর দলের নেতা-কর্মী-বিধায়করা ভাঙচুর চালালেও, তিনি নিজে কিছু করেননি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, তিনি ভাঙচুর চালিয়েছেন, এটা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন। বুধবার বিধানসভায় বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে তর্কে জড়ান মুখ্যমন্ত্রী। তাঁকে আক্রমণ করে শঙ্কর বলেন, বাম আমলে বিধানসভায় ভাঙচুর চালিয়েছিলে মমতা। তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসের (TMC) একমাত্র সাংসদ ছিলেন। ২০১১ সালের আগে বিধায়ক হননি মমতা। তা সত্ত্বেও তিনি বিধানসভায় ভাঙচুর চালান বলে দাবি করেন শঙ্কর। তখনই তাঁকে চ্যালেঞ্জ করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, ভাঙচুর চালাননি। কেউ এই অভিযোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন বলেও দাবি করেছেন তিনি। পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছেন, 'আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি যে বিধানসভায় ভাঙচুর করব?'
আক্রমণ-প্রতি-আক্রমণে উত্তপ্ত বিধানসভা
বুধবার বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বক্তব্য শুরু করতেই শঙ্কর-সহ বিজেপি বিধায়করা হইচই শুরু করেন। তাঁরা বাংলায় হিন্দুদের আক্রান্ত হওয়ার কথা বলতে থাকেন। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের দলেরও ৪২ জন এমপি লোকসভা, রাজ্যসভায় আছেন। তাঁরাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমি তাঁদের বারবার বলি তোমরা সব আলোচনায় অংশ নেবে। হাউস চালাতে সাহায্য কোরো। যখন আমরা কোনও চেয়ারে বসি, তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি।' মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেও হই-হট্টগোল চলতে থাকেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা আগে বলে নিন। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না।'
পদত্যাগের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শঙ্কর বলেন, আপনি বলেন, 'সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চিয়ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।' পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।