Suvendu Adhikari: খুন হতে পারেন শুভেন্দু অধিকারী? ফাঁস তৃণমূলের গোপন ছক! বিস্ফোরক দাবি

Published : Mar 12, 2025, 03:35 PM ISTUpdated : Mar 12, 2025, 04:14 PM IST
suvendu

সংক্ষিপ্ত

হঠাৎ দেখা যায় বিজেপি বিধায়কদের মতো কালো জামা পরা একজন লোক বিধানসভার ভিতরে ঢুকে ভিডিও রেকর্ডিং করছে। আমরা বিষয়টা স্পিকারের গোচরে আনলেও তিনি ওই ব্যক্তিকে ধরতে তৎপর হননি।

বিস্ফোরক দাবি বিজেপির। রাজ্য বিধানসভার ভিতরেই নাকি খুন করা হতে পারে বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে! এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ। তৃণমূল নাকি এমন প্ল্যানই করছে বলেও দাবি শঙ্কর ঘোষের।

তিনি বলেন শংকরবাবু বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সময় আমরা নানা প্রশ্ন করছিলাম। তখন হঠাৎ দেখা যায় বিজেপি বিধায়কদের মতো কালো জামা পরা একজন লোক বিধানসভার ভিতরে ঢুকে ভিডিও রেকর্ডিং করছে। আমরা বিষয়টা স্পিকারের গোচরে আনলেও তিনি ওই ব্যক্তিকে ধরতে তৎপর হননি। উল্লেখ্য, বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এর পর ওয়াক আউট করেন তাঁরা। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুলে শংকরবাবু বলেন, শাসকদলের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, ৩০ শতাংশ হিন্দুকে কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব। ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামের ডাক দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ করেছেন? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বন্ধ ঘরের মধ্যে যা বলার বলা হয়েছে ফিরহাদকে। আমার প্রশ্ন, ফিরহাদ বক্তব্য রাখবেন প্রকাশ্যে, তাহলে তাঁকে বন্ধ করে তিরস্কার করা হবে কেন? হুমকি প্রকাশ্যে দিলে তিরস্কারও প্রকাশ্যেই করা উচিত। আসলে রাজ্যে জামাত - জেহাদিদের সরকার চলছে।

এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে কালো জামা পরে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি বিধায়করা। শংকরবাবু বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সময় আমরা নানা প্রশ্ন করছিলাম। তখন হঠাৎ দেখা যায় বিজেপি বিধায়কদের মতো কালো জামা পরা একজন লোক বিধানসভার ভিতরে ঢুকে ভিডিয়ো রেকর্ডিং করছে। আমরা বিষয়টা স্পিকারের গোচরে আনলেও তিনি ওই ব্যক্তিকে ধরতে তৎপর হননি। আমাদের ধারণা কলকাতা পুলিশের নিরাপত্তায় ওই ব্যক্তি বিধানসভায় ঢুকেছেন। সম্ভবত বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। সেজন্য বিজেপি বিধায়কের বেশে বিধানসভায় ঢুকে ভিডিয়ো রেকর্ড করছিলেন ওই ব্যক্তি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Book fair: এবছর কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন, ঘোষণা গিল্ডের
ডিএ মামলার রায় থেকে শুরু করে মেজাজ হারালেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি, সারাদিনের খবর জানুন এক ক্লিকে