পোস্তাতে জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের মঞ্চেই মন্ত্রোচ্চারণ মমতার, জানালেন উপোস রাখার কথাও। সঙ্গে থাকুন, খারাপ দিন এলেও দিদি পাশে থাকবে, পোস্তাবাজারে বললেন মমতা।
অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়কে চা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, তা তিনি গ্রহণ করেননি। কারণ, ‘গঙ্গামা, ছটমাইয়ের আমি পুজো করি। কাল ছটপুজোর জন্য আজ আমাকে উপোস থাকতে হবে। আমি পুরো মানতে পারি না, একটু একটু করি। যতটা সম্ভব মানি। তাই আমি চা খেলাম না। আরেকদিন এসে খাব।’