
চিটফান্ড কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ নিজের উপার্জিত অর্থ হারিয়েছে। সারা জীবনের সঞ্চয় চোট গিয়েছে অনেকেরই। এই চিটফান্ড সংক্রান্ত মামলা চলছে এখনও। সদ্য প্রকাশ্যে এল চিটফান্ড সংক্রান্ত চমকপ্রদ খবর। হাইকোর্টের নির্দেশে বিনিয়োগকারীরা আশার আলো দেখছে। এবার চিট ফান্ড কোম্পানি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্য়ে। আপনিও যদি চিটফান্ডে টাকা রেখে থাকেন তাহলে মিলবে সেই সকল টাকা। দেখে নিন টাকা ফেরত দেবে কোন কোন কোম্পানি-
রোজভ্যালি গ্রুপ
অ্য়ালকেমিস্ট গ্রুপ
এমপিএস গ্রুপ
পৈলান গ্রুপ
ভিবজিও গ্রুপ
ওয়ারিস ফাইনাল গ্রুপ
এই সকল চিটফান্ড সংস্থার পক্ষ থেকে শীঘ্রই নামের লিস্ট প্রকাশ করা হবে। যা ডাউনলোড করে আপনি জানতে পারবেন এই তালিকায় আপনি আছেন কি না। তেমনই চিটফান্ডের টাকা ফেরত নিতে প্রয়োজন কয়টি নথি।
পরিচয় পত্র- সবার আগে দরকার আপনার পরিচয় পত্র। পরিচয় পত্র হিসেহে আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।
ব্যাঙ্কের পাস বই- এর মাধ্যমে আপনি টাকা ফেরত পেতে পারেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত দেবে চিটফান্ড সংস্থা। তাই ব্যাঙ্কের পাস বই প্রয়োজন। যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড সঠিক ভাবে জানা যাবে।
চিটফান্ড সংক্রান্ত কাগজপত্র- টাকা জমানোর রসিদ ও চুক্তিপত্র যেগুলো প্রমাণ করবে আপনি সত্যিই বিনিয়োগ করেছিলেন।
অন্য কোনও বৈধ নথি- আদালতের নির্দেশ অনুসারে আরও কিছপ নথি প্রয়োজন পড়তে পারে।
ঘরে বসে আবেদন করতে পারেন টাকা ফেরত পাওয়ার জন্য। টাকা ফেরত পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে পারেন। সবার আগে ওয়েবসাইটে যান। প্রতিটি কোম্পানির আলাদা আলাদা ওয়েবসাইট আছে। সেখানে অনলাইনে ফর্ম পাবেন। তা ডাউনলোড করে তাকে আবেদন করুন। সেখানে আপনার বিনিয়োগ সংক্রান্ত সকল তথ্য দিন। পর পর স্টেপ বাই স্টেপ ফিলআপ করুন। তারপর তা অনলাইনেই জমা দিন। আবেদন সফল ভাবে সম্পন্ন হলে আপনার কাছে নিটিফিকেশন আসবে। তেমনই এই ওয়েব সাইট থেকে বারে বারে দেখতে পারবেন আপনার আবেদনের স্ট্যাটাস কী।