
কোলকাতার লাইফ লাইন বলতে সকলেই এক কথায় বলবেন মেট্রোকে। একেবারে উত্তর থেকে দক্ষিণে কয়েক মিনিটেই এসিতে যাতায়াত করতে সকলের প্রথম পছন্দ মেট্রো রেল। অপেক্ষাকৃত কম খরচে সুন্দরভাবে যাতায়াত করতে অনেকেই বেছে নেন মেট্রো পরিষেবাকে। তবে এবার মেট্রো যাতায়াত হবে একটু অন্যরকম। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। মেট্রো কর্তৃপক্ষ ‘নো কাউন্টার বুকিং’ সিস্টেম চালু করতে চলেছে। এর ফলে কিছু নির্দিষ্ট মেট্রো স্টেশনে আর টিকিট কাউন্টার থাকবে না।
পরিবর্তনের কারণ হিসেবে মেট্রো কর্তৃপক্ষ চায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে যাত্রীদের সময় বাঁচাতে চায়। কাউন্টারভিত্তিক টিকিট কাটার পুরনো পদ্ধতিকে ধীরে ধীরে তুলে দিতে চায়।যেসব স্টেশনে পরিবর্তন করার ভাবনা করা হয়েছে দেখে নিন। ১ আগস্ট থেকে পার্পল লাইনের তারাতলা, শখেরবাজার এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশনগুলিতে এই ব্যবস্থা চালু হবে। এই স্টেশনগুলি ‘ই-স্টেশন’-এ রূপান্তরিত হবে।
তাহলে যাত্রীরা কিভাবে টিকিট কাটবে মেট্রো চড়তে? এই প্রশ্নের উত্তরে মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড এবং কাগজের কিউআর ভিত্তিক টিকিট কিনতে হবে। এই মেশিনগুলি থেকে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে। যাত্রীরা অনলাইন পেমেন্ট বা ইউপিআই-এর মাধ্যমেও টাকা দিতে পারবেন। স্টেশনে পর্যাপ্ত পরিমাণে মেশিন বসানো হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ভাবছে মেট্রো রেল। জানা গিয়েছে, এই তিনটি স্টেশনে নতুন ব্যবস্থা কেমন চলে, তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে অন্যান্য স্টেশনেও এটি চালু করা হবে।
যাত্রীদের সুবিধা জন্য এই উদ্যোগ বলেই দাবি করেছে মেট্রো রেল। কর্তৃপক্ষের দাবি, নতুন এই টিকিট বুকিং প্রক্রিয়া যাত্রীদের সময় বাঁচাবে। এই আধুনিক পদ্ধতি যাত্রীদের কাছে খুব সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে মেট্রো যাত্রীদের টিকিট কাটার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।