'যে রাঁধে সে চুলও বাঁধে' এই প্রবাদই সত্যি প্রমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ১ এর মঞ্চে দ্রুত নিপুন হাতে রুটি বেললেন তিনি।
'যে রাঁধে সে চুলও বাঁধে' এই প্রবাদই সত্যি প্রমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ১ এর মঞ্চে দ্রুত নিপুন হাতে রুটি বেললেন তিনি। যেমন দক্ষ হাতে প্রশাসন সামলান তেমনই দক্ষ তিনি ঘরকন্যার কাজে। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ছোটবেলা তাঁর হারিয়ে গেছে।