রেশন দুর্নীতি কাণ্ডে পাল্টা আক্রমণে এবার মমতা। ‘আমি মুখ্যমন্ত্রী মাসে দেড় লক্ষ টাকা মাইনে পেতে পারি। আমি ১ লক্ষ ২৫ হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাই। আমি তো এক পয়সাও নিইনি। এই টাকা জমালে আমার ৪০ কোটি টাকা হয়ে যেত।’
রেশন দুর্নীতি কাণ্ডে পাল্টা আক্রমণে এবার মমতা। 'আমি মুখ্যমন্ত্রী মাসে দেড় লক্ষ টাকা মাইনে পেতে পারি। আমি ১ লক্ষ ২৫ হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাই। আমি তো এক পয়সাও নিইনি। এই টাকা জমালে আমার ৪০ কোটি টাকা হয়ে যেত। কই আমি এক পয়সাও তো নিই না। তবুও আমরা চোর। সবচেয়ে বড় চোর মুখে গোবর লেপে বসে আছে। যারা আসল চোর তারা পুলিশের মুখে আটা ছুটছে।' বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।